অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার কারাগারে ভালই আছেন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার


আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার (ফাইল ছবি)।
আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার (ফাইল ছবি)।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, মস্কোতে আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা রাশিয়ান কারাগারে আটক আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনারের সাথে দেখা করেছেন এবং জানিয়েছেন যে তিনি ভাল আছেন।

গ্রিনার (৩১), ফেব্রুয়ারীতে নিউ ইয়র্ক থেকে একটি ফ্লাইটে মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে, সেখানে তাকে আটক করা হয়। তার লাগেজ স্ক্যান করে, বেআইনি গাঁজা ভেপিং কার্তুজ পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দোষী সাব্যস্ত হলে তার পাঁচ থেকে ১০ বছরের জেল হতে পারে।

এই মাসের শুরুর দিকে, গ্রিনার জানতে পারেন, তদন্ত চলতে থাকা অবস্থায় তিনি কমপক্ষে ১৯ মে পর্যন্ত কারাগারেই থাকবেন।

রাশিয়ায় ডাব্লুএনবিএ অফ-সিজনে খেলেন গ্রিনার। জানা গেছে, কারাগারে অন্য দু’জনের সাথে একটি সেল শেয়ার করছেন তিনি।

এই মাসের শুরুতে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই বিষয়ে কথা বলেছিলেন ।

ব্লিংকেন বলেন, “এই মুহুর্তে গোপনীয়তার বিবেচনার ভিত্তিতে আমি এইটুকু বলতে পারি, যখনই একজন আমেরিকানকে বিশ্বের কোথাও আটক করা হয়, আমরা অবশ্যই তার জন্য সম্ভাব্য সমস্ত সহায়তা প্রদানের জন্য প্রস্তুত থাকি এবং এর মধ্যে রাশিয়াও রয়েছে।

ব্লিংকেন আরও বলেন “আমাদের দূতাবাসের একটি দল আছে, যারা রাশিয়ায় আটক অন্যান্য আমেরিকানের জন্য কাজ করছে। তাদের অধিকার যাতে সমুন্নত থাকে এবং সম্মান করা হয়, তা দেখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি”।

[এই প্রতিবেদনের কিছু তথ্য রয়টার্স থেকে নেয়া হয়েছে]

XS
SM
MD
LG