বাংলাদেশের কুলাউড়ায় পাহাড় ধসে মাটি চাপায় তিন শিশু নিহত হয়েছে। শনিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ভাটেরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-একই গ্রামের তছলিম মিয়ার ছেলে সুমন মিয়া (১৩), আব্দুল করিমের ছেলে কবির আহমদ (১০) ও আব্দুস ছালামের ছেলে নাহিদ আহমদ (১২)।
স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার ১টার দিকে ওই তিন শিশু একসঙ্গে ভাটেরা রাবার বাগান এলাকায় (মাছরাঙা) পাখির বাসার গর্ত থেকে ছানা ধরতে যায়। এই সময় পাহাড় ধসের ঘটনা ঘটে এবং তিনজনই মাটি চাপায় ঘটনাস্থলেই নিহত হয় বলে তাদের ধারণা। নিহত একজনের হাত দেখে শনাক্ত করে গ্রামবাসী মিলে মাটি সরিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমেছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।