অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি পুলিশের


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশের রাজধানী ঢাকার শাহজাহানপুরে গুলি করে আওয়ামী লীগের এক নেতা ও এক কলেজছাত্রীকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশের ভাষ্যমতে রবিবার (২৭ মার্চ) বগুড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার মাসুম মোহাম্মদ আকাশ (৩৪) হত্যার দায় স্খীকার করেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও জোনালের একটি দল অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করে”।

তার ভাষ্যমতে, পুলিশের জিজ্ঞাসাবাদে আকাশ স্বীকার করেছেন, তিনি হত্যার জন্য জাহিদুল ইসলাম টিপুকে অনুসরণ করছিলেন এবং টিপুকে বহনকারী গাড়িটি শাহজাহানপুর রেলগেটের কাছে পৌঁছালে তিনি তাকে লক্ষ্য করে গুলি চালান।

আকাশ আরও চারটি ফৌজদারি মামলার ফেরারি আসামি বলেও জানায় পুলিশ।

নিহত জাহিদুল ইসলাম টিপু আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং সামিয়া আফরিন প্রীতি বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, জাহিদুল গাড়িতে করে এবং প্রীতি রিকশায় করে বাসায় ফেরার সময় রাত সোয়া ১০টার দিকে ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, “তারা সবাই যানজটে আটকা পড়েছিলেন। এ সময় মুখে মাস্ক ও হেলমেট পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তারা তিনজনই গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ১১টার দিকে জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে শুক্রবার জোড়া খুনের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়েছে।”

XS
SM
MD
LG