অ্যাকসেসিবিলিটি লিংক

এক নজরে অস্কার-২০২২


লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের বাইরে রবিবারের ৯৪ তম বার্ষিক একাডেমি পুরস্কারের জন্য লাল গালিচায় একটি অস্কার মূর্তি। শনিবার, ২৬ মার্চ, ২০২২।
লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের বাইরে রবিবারের ৯৪ তম বার্ষিক একাডেমি পুরস্কারের জন্য লাল গালিচায় একটি অস্কার মূর্তি। শনিবার, ২৬ মার্চ, ২০২২।

৯৪তম একাডেমি পুরস্কারের চূড়ান্ত প্রস্তুতি চলছে। একরকম নিঃশব্দেই আয়োজিত হয়েছিল গতবারের অনুষ্ঠানটি। অস্কার নিয়ে স্বভাবজাত যে শোরগোল, ছিল না তাও। তবে এ বছর অনুষ্ঠানটি ফিরছে স্বমহিমায়, পুরনো আড়ম্বরে।

দেখে নেওয়া যাক ২০২২ সালের অস্কারে কী কী থাকছে, কোথায় লাইভ শো দেখা যাবে, কে হাসবেন শেষ হাসি এবং এই বছরের বড় বিতর্কগুলো কী।

কখন শুরু

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৭ মার্চ রবিবার রাত ৮টায় (স্থানীয় সময়) অনুষ্ঠান শুরু হবে। এবিসি টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

এবারের অস্কারের সঞ্চালক

গত তিন বছর অস্কারের মঞ্চে কোনো সঞ্চালক ছিলেন না। তবে এবারের অস্কারে এক সঙ্গে সঞ্চালনা করবেন রেজিনা হল, অ্যামি শুমার ও ওয়ান্ডা সাইকস। প্রযোজক উইল প্যাকার বলেছেন, সব নারী সঞ্চালক নতুন কিছু নিয়ে হাজির হবেন মঞ্চে।

পুরষ্কার প্রদান

আয়োজকেরা সারা সপ্তাহজুড়ে নতুন নতুন নাম যোগ করবেন বলে জানিয়েছেন। তবে বিজয়ীদের হাতে যেসব তারকারা পুরষ্কার তুলে দেবেন তাদের যে কয়জনের নাম প্রকাশ্যে এসেছে তারা হলেন; লেডি গাগা, কেভিন কস্টনার, স্যামুয়েল এল জ্যাকসন, জো ক্রাভিটজ, অ্যান্থনি হপকিন্স, লিলি জেমস, ড্যানিয়েল কালুইয়া, মিলা কুনিস, জন লেগুইজামো, সিমু লিউ, রামি মালেক, লুপিটা নিয়ং'ও, রোজি পেরেজ, ক্রিস রক, নাওমি স্কট, ওয়েসলি স্নাইপস, উমা থারম্যান, জন ট্রাভোল্টা, ইউহ-জং ইউন, রুথ ই. কার্টার, হ্যাল বেইলি, শন "ডিডি" কম্বস, জেমি লি কার্টিস, উডি হ্যারেলসন, শন মেন্ডেস, টাইলার পেরি এবং ট্রেসি এলিস রস।

মনোনীত সেরা ছবি

এ বছরের সেরা ছবির জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী ১০টি ছবি হলো—"বেলফাস্ট"; "সিওডিএ"; "ডোন্ট লুক আপ”; "ড্রাইভ মাই কার"; "ডিউন"; "কিং রিচার্ড"; "লিকোরিস পিজ্জা"; "নাইটমেয়ার অ্যালে"; "দ্য পাওয়ার অব ডগ"; "ওয়েস্ট সাইড স্টোরি"।

সেরা চমক

এবারকার অস্কার মনোনয়ন কিছু ব্যতিক্রম ছাড়া ছিল বেশ অভিনব। ডেনিস ভিলেনিউভের "ডিউন" ১০টি বিভাগে দ্বিতীয় সর্বাধিক মনোনয়ন পেয়েছে। অন্যদিকে "দ্য পাওয়ার অব দ্য ডগ" সেরা ছবিসহ মোট ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে প্রথম অবস্থানে আছে। তবে ডেনিস ভিলেনিউভ সেরা পরিচালনার জন্য মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন।

সেরা অভিনেত্রী বিভাগটি এ বছর বিশেষভাবে চমকপ্রদ ছিল। "হাউস অফ গুচি" ছবির লেডি গাগা, "রেস্পেক্ট" ছবির জেনিফার হাডসন, এবং "বেলফাস্ট" ছবির ক্যাট্রিওনা বাল্ফ ও "দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড" ছবির রেনেট রেইনভে বাদ পড়েছেন।

কার ঝুলিতে যাবে এ বছরের অস্কার

জেন ক্যাম্পিয়নের "দ্য পাওয়ার অফ দ্য ডগ" সেরা ছবি এবং সেরা পরিচালকের খেতাব ছিনিয়ে নেবে বলে ধারণা করা হচ্ছে। তবে মনে হচ্ছে "সিওডিএ" সেরা ছবির পুরষ্কার ঘরে তুলবে। দুই ছবির যেটিই জিতুক না কেন, উভয়ক্ষেত্রেই প্রথমবারের মতো স্ট্রিমিং সার্ভিসের কোনো ছবি সেরা ছবির খেতাব জিতবে। অন্য সম্ভাব্য বিজয়ীদের মধ্যে রয়েছেন; সেরা অভিনেতার জন্য উইল স্মিথ (“কিং রিচার্ড”), সেরা অভিনেত্রীর জন্য জেসিকা চ্যাস্টেইন (“দ্য আইস অফ ট্যামি ফেই”), সেরা সহ-অভিনেতার জন্য ট্রয় কোটসুর (“সিওডিএ”) এবং সেরা সহ-অভিনেত্রীর জন্য আরিয়ানা ডিবোস ("ওয়েস্ট সাইড স্টোরি")।

অস্কার থেকে আরও যত প্রত্যাশা

আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানটি তিন ঘণ্টা চলবে। প্রযোজক প্যাকার (যিনি "গার্লস ট্রিপ"–এর মতো দর্শকপ্রিয় ছবি বানিয়েছেন) বলেছেন, মনোনীত ও বিজয়ীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি অনুষ্ঠানটিকে যতটা সম্ভব বিনোদনমূলক রাখতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি।

প্যাকার ইন্ডিওয়্যারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, "শোটি নিজ গতিতে প্রবাহিত হবে, ঠিক একটি সিনেমার মতো, এতে বিভিন্ন থিম থাকবে এবং একটি ভিন্ন অনুভূতি ও ভিন্ন চাঞ্চল্য থাকবে সারা রাত”। “এটি তিন ঘন্টার একটি অনুষ্ঠানের মতো মনে হবে না। এটি আপনাকে একটি সিনেমার অনুভূতি জোগাবে”।

সেরা সঙ্গীতের জন্য মনোনীত বিয়ন্সে, ভ্যান মরিসন এবং বিলি আইলিশের মতো শিল্পীরাও তাদের পরিবেশনা দিয়ে মঞ্চ মাতাবেন বলে ধারণা করা হচ্ছে।

বিতর্কিত যা কিছু

পৃথিবীর বৃহত্তম চলচ্চিত্র পুরষ্কার আয়োজন নিয়ে বিতর্ক হবে না তা কী হয়। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানবিষয়ক রদবদল নিয়ে বিরক্ত অনেকে। এ বছর সবচেয়ে বড় বিতর্ক হলো সরাসরি (লাইভ) সম্প্রচার শুরু হওয়ার আগে আয়োজকেরা কিছু পুরষ্কার বিতরণ করবেন এবং পরে সেগুলোকে সম্পাদনা করে মূল আয়োজনে সংযোজন করবেন।

আটটি পুরষ্কার হলো শর্ট ফিল্মস (লাইভ অ্যাকশন, অ্যানিমেটেড ও ডকুমেন্টারি), সম্পাদনা, গান, চুল এবং মেকআপ, শব্দ ও সেটের নকশা। এই সিদ্ধান্তের পক্ষে যেমন অনেকে, তেমনি এর বিরুদ্ধে রয়েছেন ক্যাম্পিয়ন, ভিলেনিউভ, স্টিভেন স্পিলবার্গ, চ্যাস্টেইন ও পেনেলোপ ক্রুজসহ বড় বড় তারকারা।

XS
SM
MD
LG