বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। সোমবার (২৮ মার্চ) বিকেল ৫টায় এ অধিবেশন শুরু হয়। এটি চলতি বছরের দ্বিতীয় অধিবেশন।
করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে সংসদ সচিবালয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুসারে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই অধিবেশন আহ্বান করেন।
সংসদের ষোড়শ অধিবেশন চলতি বছরের ১৬ জানুয়ারি শুরু হয়ে পাঁচটি বৈঠকের পর ২৭ জানুয়ারি স্থগিত করা হয়।
পাঁচ সদস্যের প্যানেল অব চেয়ার ঘোষণা
একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের জন্য সোমবার পাঁচ সদস্যের একটি প্যানেল অব চেয়ার মনোনীত করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্যানেল সদস্যরা হলেন—শহীদুজ্জামান সরকার, শামসুল হক টুকু, জুয়েল আরেং, কাজী ফিরোজ রশীদ ও শেরীন আহমেদ।
শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে তাদের নাম ঘোষণা করেন।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা পর্যায়ক্রমে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।