অ্যাকসেসিবিলিটি লিংক

বাম জোটের হরতাল পালনকালে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১০ জন আহত


হরতাল চলাকালীন সংঘর্ষের ছবি।

বাংলাদেশে বাম গণতান্ত্রিক জোটের (এলডিএ) ডাকা অর্ধদিবস হরতাল পালনকালে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে জোটের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

সোমবার (২৮ মার্চ) জেলার চাষাড়া গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

ভোজ্যতেল ও অন্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) দেশব্যাপী অর্ধদিবস হরতালের ঘোষণা দেয়। সোমবার দুপুর ১২টার দিকে দেশব্যাপী ডাকা তাদের এ হরতাল শেষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকা থেকে মিছিল বের করেন এলডিএর নেতা-কর্মীরা।

মিছিলটি চাষাঢ়া গোলচত্বরের কাছে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, বিক্ষোভকারীরা অপরিশোধিত বোমা বিস্ফোরণ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেয়।

XS
SM
MD
LG