বাংলাদেশের নীলফামারী জেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে বাংলাদেশ পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, সোমবার (২৮ মার্চ) জেলার সদর থানাধীন দক্ষিণ সুতিপাড়া গ্রামে এন্টি টেররিজম ইউনিটের(এটিইউ) একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নীলফামারী জেলার মো.আনোয়ার হোসেন ওরফে আপেল (২৬) ও মো. হাফিজুল ইসলাম (৩০)।
মঙ্গলবার বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি টিম সোমবার ভোরে জেলার সুতিপাড়া গ্রাম ও উত্তরা ইপিজেড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
অভিযানের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল সেট, তিনটি সিম কার্ড, উগ্রবাদী বই এবং বেশ কয়েকটি লিফলেট পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নীলফামারী সদর থানায় একটি মামলা করা হয়েছে।