অ্যাকসেসিবিলিটি লিংক

রূপালী পর্দায় যুক্তরাষ্ট্রের অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধলেন শাকিব খান


মহরত অনুষ্ঠানে শাকিব খান ও কোর্টনি কফি
মহরত অনুষ্ঠানে শাকিব খান ও কোর্টনি কফি

গত একযুগেরও বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ শাকিব খান।

এবার ভিন্ন চমক হিসেবে শাকিব খানের সিনেমায় দেখা যাবে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী কোর্টনি কফিকে। নির্মাতা হিমেল আশরাফের পরিচালনায় সিনেমার শিরোনাম ‌‘রাজকুমার’।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মহরত অনুষ্ঠানে এ তথ্য জানান শাকিব।

‘রাজকুমার’ প্রযোজনা করছেন শাকিব খান। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে সিনেমাটি নির্মিত হচ্ছে।

মহরত অনুষ্ঠানে অভিনেত্রী কোর্টনি কফি বলেন, "এটি আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা হতে যাচ্ছে। খুব সুন্দর একটি গল্প। সবার প্রতি কৃতজ্ঞ আমাকে এমন সুযোগ দেয়ার জন্য। চেষ্টা করব ভালো কিছু করার।"

কোর্টনি কফি যুক্তরাষ্ট্রের একজন টেলিভিশন অভিনেত্রী। পাশাপাশি তিনি নিয়মিত থিয়েটারে অভিনয় করেন। এছাড়া কয়েকটি সিনেমাতেও তাকে দেখা গেছে।

মহরত অনুষ্ঠানে শাকিব খান বলেন, "বিশ্বে সিনেমার বাজার এখন অনেক দূর চলে গেছে। আমরা এখনও অনেকটাই পিছিয়ে। বড় পরিসরে সিনেমা নির্মাণের বাজি ধরতে অনেকেই পিছপা হোন। আমি চ্যালেঞ্জ নিয়ে সিনেমাটি প্রযোজনা করছি।"

শিগগিরই ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানান নির্মাতা হিমেল আশরাফ।

উল্লেখ্য, শাকিব খানের প্রযোজিত শেষ সিনেমা ‘বীর’। এর আগে ‘পাসওয়ার্ড’, ‘প্রিয়তমা’সহ বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন তিনি।

XS
SM
MD
LG