অ্যাকসেসিবিলিটি লিংক

২০০ কোটি মানুষ বর্তমানে সংঘাতপূর্ণ এলাকায় বাস করেন: জাতিসংঘ মহাসচিব


ইউক্রেনের কিয়েভের নিকটবর্তী ইরপিন থেকে ৮২ বছর বয়সী লারিসা কোলেসনিককে উদ্ধার করে বের করে আনার পর একজন সৈনিক তাকে সান্ত্বনা দিচ্ছেন, ৩০ মার্চ ২০২২।
ইউক্রেনের কিয়েভের নিকটবর্তী ইরপিন থেকে ৮২ বছর বয়সী লারিসা কোলেসনিককে উদ্ধার করে বের করে আনার পর একজন সৈনিক তাকে সান্ত্বনা দিচ্ছেন, ৩০ মার্চ ২০২২।

জাতিসংঘ প্রধান বুধবার বলেন যে, মানবজাতির এক-চতুর্থাংশ, অর্থাৎ ২০০ কোটি মানুষ বর্তমানে সংঘাতপূর্ণ এলাকায় বসবাস করছে এবং ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হওয়ার পর থেকে বিশ্ব এখন সর্বাধিক সংখ্যক সংঘাতের সম্মুখীন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ইয়েমেন, সিরিয়া, মিয়ানমার ও সুদান থেকে শুরু করে হাইতি, আফ্রিকার সাহেল অঞ্চল পর্যন্ত সংঘটিত সংঘাতগুলো উল্লেখ করে বলেন, “এবং এখন ইউক্রেনের যুদ্ধ – যেটি এমন একটি বিপর্যয় যা আন্তর্জাতিক ব্যবস্থার ভিত নাড়িয়ে দিয়েছে, যার প্রভাব বিভিন্ন দেশের সীমানা পেরিয়ে গিয়েছে এবং যার ফলে খাদ্য, জ্বালানী ও সারের দাম আকাশছোঁয়া পর্যায়ে চলে গিয়েছে, যা কিনা উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি বিপর্যয় ডেকে আনছে।”

জাতিসংঘ শান্তি কমিশনকে বুধবার তিনি বলেন যে, সংঘাত, সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণে গত বছর ৮ কোটি ৪০ লক্ষ মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। এই হিসেবের মধ্যে ইউক্রেন যুদ্ধটি নেই। জাতিসংঘের সংস্থাগুলোর হিসেব অনুযায়ী, এই যুদ্ধটির ফলে ইতোমধ্যেই ৪০ লক্ষ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছেন এবং আরও ৬৫ লক্ষ মানুষ দেশটিতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন।

গুতেরেস জানান যে, জাতিসংঘের হিসেব অনুযায়ী এই বছর “অন্তত ২৭ কোটি ৪০ লক্ষ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন হবে।” জাতিসংঘ মানবতা দফতরের হিসেবে, এটি ২০২১ সালের তুলনায় ১৭% বেশি এবং এই বছর সহায়তা প্রদানের জন্য নির্ধারিত ১৮ কোটি ৩০ লক্ষ মানুষের জন্য ৪,১০০ কোটি ডলারের প্রয়োজন হবে।

জানুয়ারির শেষ দিকে কমিশনটিকে প্রদত্ত একটি প্রতিবেদনে গুতেরেস ২০০ কোটি মানুষের সংখ্যাটি উল্লেখ করেছিলেন। সেখানে বলা হয়েছিল যে, ২০২০ সালে রেকর্ড সংখ্যক ৫৬টি রাষ্ট্রভিত্তিক সংঘাত সংঘটিত হয়েছিল। সেটির মধ্যে ইউক্রেনের যুদ্ধটি ছিল না, যেটি কিনা ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণটির মধ্য দিয়ে আরম্ভ হয়, যার ফলে দেশটির প্রায় ৪ কোটি মানুষ প্রভাবিত হয়েছে।

“বৈষম্য, বঞ্চনা ও ব্যবস্থাগুলোর অপ্রতুল অর্থায়ন সংঘাতের আগুনটিতে হাওয়া দিচ্ছে” বলে গুতেরেস আরও বলেন যে, এই বিষয়গুলোকে অবশ্যই জরুরিভাবে মোকাবেলা করতে হবে।

XS
SM
MD
LG