অ্যাকসেসিবিলিটি লিংক

মারিউপোল থেকে বেসামরিক মানুষের সরে যাওয়ার ব্যবস্থা করবে রেড ক্রস


মারিউপোল অঞ্চল থেকে পালিয়ে যাওয়া মানুষজন ইউক্রেনের ঝাপোরিঝিয়াতে অবস্থিত অভ্যর্থনা কেন্দ্রে এসে পৌছাচ্ছেন, ৩১ মার্চ ২০২২।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বৃহস্পতিবার জানায় যে, তাদের দলগুলো ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোল থেকে “বেসামরিক মানুষজনের নিরাপদে চলে যাওয়ার ব্যবস্থা করতে” প্রস্তুত রয়েছে। একটি অস্থায়ী স্থানীয় যুদ্ধবিরতি সমঝোতা হওয়ার পর এমন কথা জানায় সংস্থাটি।

আইসিআরসি এক বিবৃতিতে বলে যে, “নিরাপত্তা ও লজিস্টিকস এর কারণে আমরা আগামীকাল, শুক্রবার, নিরাপদ প্রস্থান কার্যক্রমটি আরম্ভ করতে প্রস্তুত থাকব, যদি কিনা সংশ্লিষ্ট সকল পক্ষ প্রস্থানের পথ, শুরুর সময় ও সময়কাল সহ চুক্তির সকল শর্ত মেনে চলতে রাজি হয়।”

ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বৃহস্পতিবার বলেন যে, ইউক্রেনের ডজন কয়েক বাস ব্যবহার করে অবরুদ্ধ শহরটি থেকে বেসামরিক মানুষজনকে পরিবহন করা হবে। রাশিয়ার সামরিক বাহিনী দক্ষিণাঞ্চলের কৃষ্ণ সাগরের তীরবর্তী এই বন্দরটি থেকে ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন ঝাপোরিঝিয়া শহর পর্যন্ত শুক্রবার সকাল থেকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে।

অপরদিকে, নতুন করে উন্মুক্ত করা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার আক্রমণটির ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার ঊর্ধ্বতন সামরিক উপদেষ্টাদের মধ্যে ফাটল তৈরি হয়েছে। আক্রমণটি এখন ষষ্ঠ সপ্তাহে রয়েছে।

এমন তথ্য নিয়ে আলাপ করতে, পরিচয় গোপন রাখার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বুধবার ভিওএ-কে নিশ্চিত করে বলেন যে, “পুতিন ও (রাশিয়ার) প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে এখন ক্রমাগত উত্তেজনা বিরাজ করছে।”

হোয়াইট হাউজের যোগাযোগ বিষয়ক পরিচালক, কেট বেডিংফিল্ড বুধবার সংবাদদাতাদের বিষয়টি ব্যাখ্যা করেন।

তিনি বলেন, “আমাদের বিশ্বাস যে পুতিনকে তার উপদেষ্টারা এই বিষয়ে ভুল তথ্য প্রদান করছে যে, রাশিয়ার সামরিক বাহিনী কতটা খারাপভাবে দায়িত্বপালন করছে এবং নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি কতটা ভঙ্গুর হয়ে গিয়েছে, কারণ তার জ্যেষ্ঠ উপদেষ্টারা তাকে সত্য বলতে খুবই ভয় পাচ্ছে।” বেডিংফিল্ড আরও বলেন, “তাই এই বিষয়টি পরিষ্কার হয়ে উঠছে যে, পুতিনের যুদ্ধটি একটি কৌশলগত ভুল ছিল, যার ফলে দীর্ঘ মেয়াদে রাশিয়া দূর্বল হয়ে পড়বে এবং বিশ্বমঞ্চে আরও কোণঠাসা হয়ে পড়বে।”

XS
SM
MD
LG