অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান সমর্থকদের  বৈঠকে আফগানদের অধিকার রক্ষার জন্য তালিবানের প্রতি চীনের আহ্বান


তালিবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এই হ্যান্ডআউট ছবিতে ২০২২ সালের ২৪ মার্চ মাস্যা কাবুলে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি
তালিবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এই হ্যান্ডআউট ছবিতে ২০২২ সালের ২৪ মার্চ মাস্যা কাবুলে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি

আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার চীনে আলোচনা করেন। তারা ঐ বৈঠক করে যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং নারীর শিক্ষার অধিকারসহ সব আফগানের অধিকার রক্ষা করা তালিবান শাসকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার উপর জোর দেন।

চীনের মধ্যাঞ্চলের টুনসি শহরে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় পাকিস্তান,ইরান তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং স্বাগতিক দেশ চীন। অংশগ্রহণকারীদের মধ্যে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ছিলেন।

বৈঠক-পরবর্তী এক বিবৃতিতে বলা হয়, “ অন্যান্য বিষয়ের মধ্যে আফগানিস্তানে নারী অধিকার ও শিশুদের শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ও অব্যাহত পদক্ষেপ গ্রহণ..., নানা জাতিগোষ্ঠীসহ, নারী ও শিশুসহ সকল আফগানের মৌলিক অধিকার রক্ষা করার উপর গুরুত্ব দেয়া হয়”।

এতে আরও তালিবানের প্রতিশ্রুতি ও বিশ্ব সম্প্রদায়ের কাছে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে উল্লেখ করে বলা হয় যে, আফগানিস্তান “প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি” সৃষ্টি করবে না এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকেও আফগান মাটিতে জায়গা দেয়া হবে না।

চীন এখনো তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি এবং সারা বিশ্বও স্বীকৃতি দেয়নি।

XS
SM
MD
LG