বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভার থেকে পড়ে শুক্রবার (১ এপ্রিল) আলমগীর হোসেন (৩০) নামে একজন নির্মাণ শ্রমিক মারা গেছেন।
আলমগীর হোসেন নীলফামারী জেলার বাসিন্দা ও নির্মাণাধীন কালশী ফ্লাইওভারের শ্রমিক ছিলেন।
আলমগীরের সহকর্মী কাজী তানভীর হোসেন জানান, শুক্রবার বিকেলে পিলারের রড বাঁধতে গিয়ে আলমগীর ফ্লাইওভার থেকে পিছলে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।