অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার পাকিস্তানের সেনাপ্রধান


পাকিস্তানের ইসলামাবাদে একটি সামরিক প্যারেডে উপস্থিত পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, ২৩ মার্চ ২০২২। (ফাইল ফটো)
পাকিস্তানের ইসলামাবাদে একটি সামরিক প্যারেডে উপস্থিত পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, ২৩ মার্চ ২০২২। (ফাইল ফটো)

ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণটির বিরুদ্ধে শনিবার তীব্র তিরস্কার করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান। সেটিকে একটি তুলনামূলক ছোট রাষ্ট্রের উপর একটি “বিশাল দুঃখজনক ঘটনা” চাপানো বলে অভিহিত করেছেন এবং অবিলম্বে সেটির অবসানের আহ্বান জানান তিনি।

রাশিয়ার বিরুদ্ধে জেনারেল কামার জাভেদ বাজওয়ার সমালোচনাটি স্পষ্টতই দেশটির কোণঠাসা হয়ে পড়া প্রধানমন্ত্রী ইমরান খানের নীতি থেকে ভিন্ন। প্রধানমন্ত্রী খান এই সংঘাতে পাকিস্তানের নিরপেক্ষতার সমর্থনে কথা বলেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্মকাণ্ডের সমালোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত সংলাপে বাজওয়া বলেন, “দুঃখজনকভাবে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আক্রমণটি দূর্ভাগ্যজনক, কারণ তাতে হাজার হাজার মানুষ মারা গিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ শরণার্থী হয়েছেন এবং ইউক্রেনের অর্ধেক ধ্বংস হয়ে গিয়েছে।”

বাজওয়া আরও বলেন, “রাশিয়ার যুক্তিসঙ্গত নিরাপত্তা শঙ্কা থাকা সত্ত্বেও, একটি ক্ষুদ্রতর রাষ্ট্রের বিরুদ্ধে তাদের আগ্রাসনটি ক্ষমা করা যায় না। পাকিস্তান অব্যাহত ভাবে অবিলম্বে যুদ্ধবিরতি এবং সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে।”


টেলিভিশনে সম্প্রচারিত তার বক্তব্যটিতে, পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে তার দেশের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ আরম্ভের বিষয়ে সতর্ক করতে, রাশিয়া-ইউক্রেন সংঘাতটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করেন বাজওয়া।

পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান বলেন, “এটি তুলনামূলক ছোট দেশগুলোর মনে শক্তি যুগিয়েছে যে, বৃহত্তর কোন রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে তারাও ছোট তবে তৎপর একটি বাহিনী দিয়ে, সীমিত পরিসরে সাজ-সরঞ্জাম আধুনিকীকরণ করে ও মহৎ ভাবনা গ্রহণ করে, নিজেদের ভূখন্ড রক্ষা করতে পারে।”

সমালোচকরা উল্লেখ করেন যে, ইউক্রেন সঙ্কটের বিষয়ে প্রধানমন্ত্রী খান যেই নীতিগুলো প্রচার করে আসছেন সেগুলো থেকে বাজওয়ার মন্তব্যগুলো উল্লেখযোগ্যভাবে ভিন্ন।

আপাতদৃষ্টিতে মনে হয়েছে যে, শনিবারের তার বক্তব্যটিতে বাজওয়া ওয়াশিংটনের সাথে কূটনৈতিক উত্তেজনা হ্রাস করার চেষ্টা করেছেন। তিনি বলেন যে তার দেশটি দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারিত করতে আগ্রহী।

XS
SM
MD
LG