বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী সোমবার। এ উপলক্ষে দুই দেশ তাদের সম্পর্ক ‘উন্নত ও গভীর’ করতে চায়।
সোমবার যুক্তরাষ্টের পররাষ্ট্র দপ্তরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
বৈঠকটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় দুপুর একটায় অনুষ্ঠিত হবে। এ জন্য বৈঠকের একদিন আগে রবিবার ওয়াশিংটনে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলামও যোগ দেবেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরকালে মোমেন ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ারের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এদিকে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রবিবার মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে, একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ঢাকা ও ওয়াশিংটনের বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেন। ১৯৭২ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়।