পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সহিংস বিক্ষোভ দমন করতে রাজধানী লিমায় কারফিউ জারি করেছেন।
প্রেসিডেন্ট কাস্তিলো স্থানীয় সময় মধ্যরাতের ঠিক আগে সোমবার (৪ এপ্রিল) জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে কারফিউ ঘোষণা করেন। তিনি বলেন যে, এটি মঙ্গলবার দুপুর ২টা থেকে কার্যকর হবে এবং রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
পরিবহন শ্রমিকদের ব্যাপক বিক্ষোভের কারণে লিমায় টানা দ্বিতীয় দিনের জন্য স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টা পরে কারফিউ ঘোষণা করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে যে, শ্রমিকেরা সোমবার রাজধানীসহ ১২টি অঞ্চলে বেশ কয়েকটি প্রধান মহাসড়ক অবরোধ করেন। ফলে হাজার হাজার মানুষ কাজে যেতে বাধার সম্মুখীন হন।
গত সপ্তাহে আন্দিজের অন্য অঞ্চলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ অন্য অনেক এলাকায় সহিংসতা উস্কে দিয়েছে। সহিংসতায় একটি শিশুসহ চারজন নিহত হয়েছেন।
বিক্ষোভগুলো কাস্তিলোর প্রতি ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি গত মাসে দ্বিতীয় অভিশংসনের প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। ক্রমবর্ধমান মুল্যবৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে তিনি ন্যূনতম মজুরির ১০ শতাংশ বৃদ্ধি এবং জুন পর্যন্ত জ্বালানির ওপর বেশির ভাগ কর কমানোর আদেশসহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন।
আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে পেরুতে জ্বালানির দাম ২৮ থেকে ৩০ শতাংশ বেড়েছে।
[এই প্রতিবেদনের জন্য কিছু তথ্য রয়টার্স ও এজেন্সি ফ্রান্স-প্রেস থেকে নেওয়া হয়েছে]