মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ আদালতে আলী মুহাম্মদ আলী আবদ আল-রহমানের বিচার শুরু হয়েছে। সুদানের দারফুর অঞ্চলের প্রাক্তন বাসিন্দাদের জন্য এটি একটি দীর্ঘ প্রতীক্ষিত মুহূর্ত।তারা এখন দক্ষিণ সুদানে বসবাস করছেন।
দারফুরে ২০০৩ সালের আগস্ট থেকে ২০০৪ সালের মার্চের মধ্যে সংঘটিত ক্রিয়াকলাপের জন্য আল-কুসাইব নামে পরিচিত প্রাক্তন জানজাউইদ মিলিশিয়া নেতা ৩১টি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
২০০৩ সালে সুদানের তৎকালীন প্রেসিডেন্ট ওমর আল-বশির দারফুরে একটি বিদ্রোহ দমন করতে জানজাউইদ নামের সশস্ত্র গোষ্ঠীকে মোতায়েন করেছিলেন।
২০০৭ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত কুশায়েবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ২০২০ সালে কুশায়েব আত্নসমর্পণ করেন এবং তখন থেকেই তাকে নেদারল্যান্ডের দ্য হেগে আটক রাখা হয়।
জুবায় কর্মরত দারফুরের একজন ব্যবসায়ী ইব্রাহিম ইয়ায়া ওসমান ভয়েস অফ আমেরিকার অনুষ্ঠান সাউথ সুদান ইন ফোকাস’এ বলেন, “যদি এই ব্যক্তিকে আদালত অপরাধী হিসেবে নিশ্চিত করে,তাহলে তাকে শাস্তি পেতে হবে কারণ আমরা বিচার চাই। দারফুরে আমার লোকজনকে হত্যা করা হয়েছে এবং আমরা জানতে চাই কেন তাদের হত্যা করা হয়েছে” ।
দারফুরে আনুমানিক ৩ লাখ বেসামরিক মানুষ নিহত হয় এবং ২০১৫ সালের জুলাইয়ের মধ্যে আরও ২৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়।আন্তর্জাতিক অপরাধ আদালত জানিয়েছে, প্রধান অপরাধীরা ছিল জানজাউইদ এবং সুদানের সরকারি বাহিনী।