অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকায় গ্রেপ্তার


বিএনপি নেতা ইশরাক হোসেন
বিএনপি নেতা ইশরাক হোসেন

২০২০ সালে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন রাজনীতিবিদকে বুধবার (৬ এপ্রিল) ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মতিঝিল জোন) এনামুল হক মিঠু জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মতিঝিল এলাকার শাপলা চত্বর থেকে ইশরাক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

দুই বছর আগে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ইসরাক হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আওয়ামী লীগ সরকারের “ব্যর্থতা ও দুর্নীতির” বিরুদ্ধে লিফলেট বিতরণের সময় পুলিশ ইশরাককে গ্রেপ্তার করে।

জাতীয়তাবাদী শ্রমিক দল (দক্ষিণ) “মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে” এই লিফলেট বিতরণের উদ্যোগ নিয়েছিল।

XS
SM
MD
LG