অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ টানা ৪৮ ঘণ্টা করোনায় মৃত্যুশূন্য, শনাক্ত ৩৬


বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধির মধ্যে বিপুল সংখ্যক লোক কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছে। ৩০ জানুয়ারী ২০২২।
বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বৃদ্ধির মধ্যে বিপুল সংখ্যক লোক কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়েছে। ৩০ জানুয়ারী ২০২২।

বাংলাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই ২৪ ঘণ্টাসহ টানা ৪৮ ঘণ্টা মৃত্যুশূন্য কাটাল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ৩৬ জন। বাংলাদেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৯০৩ জনে পৌঁছেছে।

বুধবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৬১ শতাংশ।

বাংলাদেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ০৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৭৮৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮৬ হাজার ৩৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৩ শতাংশ।

XS
SM
MD
LG