অ্যাকসেসিবিলিটি লিংক

হামলা শুরুর পর ৭০ লাখেরও বেশি ইউক্রেনীয় বাস্তুচ্যুত হয়েছেন—প্রতিবেদনের তথ্য


ইউক্রেনের বোরোডিয়াঙ্কায় ইউক্রেনীয় ও রাশিয়ার বাহিনীর মধ্যে যুদ্ধের সময় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনে একজন বাসিন্দা জিনিসপত্রের সন্ধান করছেন। ৫ এপ্রিল ২০২২
ইউক্রেনের বোরোডিয়াঙ্কায় ইউক্রেনীয় ও রাশিয়ার বাহিনীর মধ্যে যুদ্ধের সময় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনে একজন বাসিন্দা জিনিসপত্রের সন্ধান করছেন। ৫ এপ্রিল ২০২২

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন দেশটিতে অভ্যন্তরীণভাবে ৭০ লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে। একটি নতুন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) ২৪ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত সংগৃহীত উপাত্তের ভিত্তিতে বানানো প্রতিবেদনটিতে দেখা গেছে যে, দুই সপ্তাহ আগে জরিপের প্রথম দফার থেকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ শতাংশ বেড়েছে।

আইওএমের মহাপরিচালক আন্তোনিও ভিতোরিনো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, “যুদ্ধের কারণে মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং মাঠ পর্যায়ে মানবিক চাহিদা ক্রমাগত বাড়ছে”।

"অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের দ্রুত সহায়তা করতে, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে এবং নিরাপদ পরিবহন ও অত্যন্ত প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য জরুরিভাবে মানবিক করিডোরগুলো প্রয়োজন”।

প্রতিবেদনে দেখা গেছে যে, বাস্তুচ্যুত পরিবারে ৫০ শতাংশেরও বেশি শিশু রয়েছে। ৫৭ শতাংশ বৃদ্ধ সদস্য এবং ৩০ শতাংশ মানুষ দীর্ঘস্থায়ী অসুখে ভুগছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তুচ্যুত পরিবারগুলোর আয় তীব্রভাবে হ্রাস পেয়েছে। এক-তৃতীয়াংশ বলেছে যে, তাদের গত মাসে কোনো আয় ছিল না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাস্তুচ্যুতদের অনেকের খাদ্য, আশ্রয়, পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় সংস্থান, ওষুধ ও স্বাস্থ্য পরিষেবা প্রয়োজন।

XS
SM
MD
LG