অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে অর্থনৈতিক সংকটের সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা


বাংলাদেশে অর্থনৈতিক সংকটের সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশে অর্থনৈতিক সংকটের সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে শ্রীলঙ্কার মতো সংকটের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, দেশের অর্থনীতি খুবই শক্তিশালী।

তিনি বলেন, “বাংলাদেশের অর্থনীতির ভিত্তি খুবই শক্তিশালী। আমরা এ সম্পর্কে অত্যন্ত সতর্ক আছি”।

বুধবার (৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের একাদশ সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের মন্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ এখনো বিশ্বের ৩১তম বৃহত্তম অর্থনীতি”। বাংলাদেশের কোনো ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা নাকচ করে দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশ সময়মতো ঋণ পরিশোধ করে আসছে।

তিনি বলেন, “বাংলাদেশ এমন একটি দেশ, যে ঋণ পরিশোধে কখনোই খেলাপি হয়নি এবং ভবিষ্যতেও হবে না”।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “কোভিড-১৯ মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র ইউরোপে মুদ্রাস্ফীতির হার সাড়ে সাত শতাংশের ওপরে চলে গেছে। কিন্তু বাংলাদেশে মুদ্রাস্ফীতি এখনো ছয় শতাংশের কম”।

তিনি বলেন, দেশে মাথাপিছু আয় বাড়ার সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। কোভিড-১৯ এর কারণে বিশ্বে প্রতিটি পণ্যের দাম বেড়েছে।

বুধবার স্থানীয় বাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের উল্লেখ করে তিনি বলেন, সরকার পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে।

XS
SM
MD
LG