অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন


বেলজিয়ামের ব্রাসেলস-এ ইউরোপীয় পার্লামেন্টের বাইরে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের পতাকা উড়ছে, ২৮ ফেব্রুয়ারি ২০২২। (ফাইল ফটো)

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের পর এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এগিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধের খবরগুলো উঠে আসা অব্যাহত রয়েছে। তবে ইইউ-র কয়েক সদস্য সহ অন্যান্য সমালোচকরা বলছেন যে, এই পদক্ষেপগুলো যথেষ্ট নয়।

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে এটি হবে ইইউ কর্তৃক পঞ্চম দফায় আরোপ করা নিষেধাজ্ঞা। ধারণা করা হচ্ছে যে, নতুন এই নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার কয়লা, শিপিং ও ব্যাংকিং খাতকে লক্ষ্য করে আরোপ করা হবে। এর মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় ঋণপ্রদানকারী সেরব্যাংকও অন্তর্ভুক্ত রয়েছে। তবে, প্রতিষ্ঠানটি বলছে যে, পদক্ষেপগুলো তাদের কার্যক্রমের উপর কোন উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না।

আয়ারল্যান্ডের সংসদে প্রদত্ত এক ভিডিও বার্তায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি, রাশিয়া থেকে জ্বালানী আমদানি নিষিদ্ধের বিষয়ে আরও জোরদার পদক্ষেপ না নেওয়ায় ইইউ-কে সিদ্ধান্তহীন হিসেবে উল্লেখ করেছেন।

তবে, জ্বালানী নিষিদ্ধের বিষয়ে আরও কঠোর পদক্ষেপের পক্ষে ইইউ-র অভ্যন্তরেও আহ্বান আরও জোরদার হয়ে উঠছে। এগুলোর মধ্যে বল্টিক দেশগুলো রয়েছে, যারা ১ এপ্রিল রাশিয়া থেকে গ্যাস আমদানি বন্ধ করে দিয়েছে। এছাড়াও ইইউ-র নির্বাহী বিভাগও একইরকম মত প্রকাশ করেছে। তার মধ্যে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল রয়েছেন, যিনি বুধবার ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, “ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আমার মনে হয়, আগে হোক বা পরে হোক, তেল এমনকি গ্যাসের ক্ষেত্রেও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে।”

ইইউ-র পররাষ্ট্র বিষয়ক প্রধান, ইয়োসেপ বরেল একই বার্তা দিয়েছেন। তিনি বলেন যে, যুদ্ধটি আরম্ভ হওয়ার পর থেকে জ্বালানী আমদানির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইইউ ৩,৫০০ কোটি ডলারের বেশি প্রদান করেছে। সেটির তুলনায় ইউক্রেনে এ পর্যন্ত ইইউ মাত্র ১০০ কোটি ডলারের মত অস্ত্রশস্ত্র প্রেরণ করেছে।

২৭ সদস্য বিশিষ্ট এই জোটটি এ বছরের শেষ নাগাদ রাশিয়া থেকে গ্যাস আমদানি দুই-তৃতীয়াংশ হ্রাস করার অঙ্গীকার করেছে। এছাড়াও, এই দশকের শেষ নাগাদ রাশিয়া থেকে জ্বালানী আমদানি পুরোপুরি বন্ধেরও অঙ্গীকার করেছে ইইউ। তবে, রাশিয়ার তেল ও গ্যাসের উপর গুরুতরভাবে নির্ভরশীল জার্মানীর মত দেশগুলো, জ্বালানী আমদানি অবিলম্বে ও পুরোপুরিভাবে নিষিদ্ধ করার অর্থনৈতিক প্রভাবের বিষয়ে শঙ্কিত রয়েছে।

XS
SM
MD
LG