অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে দীর্ঘকালীন বিদ্যুৎ সঙ্কটে বিপর্যস্ত মানুষ ও ব্যবসা-বাণিজ্য


২৬ মার্চ ২০২২ এ তোলা এই ছবিটিতে, মিয়ানমারের নেপিডোতে অবস্থিত একটি পেট্রোল পাম্প থেকে একটি গাড়ি বের হয়ে আসতে দেখা যাচ্ছে।

মিয়ানমারে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ বিভ্রাট এবং জ্বালানীর আকাশচুম্বী দাম শহরগুলোতে মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে এবং দেশটির ব্যবসাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলছে। ইয়াঙ্গুনসহ দেশটির বিভিন্ন শহরের মানুষের সাথে কথা বলে এমনটাই জানা গিয়েছে।

ডিসেম্বরের শেষের দিকে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে আরম্ভ করে এবং জানুয়ারি থেকে বিদ্যুৎ বিভ্রাট দীর্ঘায়িত হতে থাকে। দেশটির সামরিক জান্তা সরকার জানিয়েছে যে, মে মাস পর্যন্ত বিদ্যুতের এমন পরিস্থিতি অব্যাহত থাকবে। সরকারের দেখানো কারণগুলোর মধ্যে রয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি, সমুদ্রে অবস্থিত ইয়াদানা গ্যাসক্ষেত্রটিতে রক্ষণাবেক্ষন ও উন্নয়নমূলক কাজ, এবং কায়াহ প্রদেশে সঞ্চালন লাইনে বিরোধী বাহিনীগুলোর হামলা। এই বছরের শুরুতে ফ্রান্সের টোটালএনার্জিস এবং যুক্তরাষ্ট্রের শেভরন জানায় যে, গত বছরের সামরিক অভ্যুত্থানটির কারণে, তারা ইয়াদানা গ্যাসক্ষেত্রটি থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।

ইতোমধ্যেই কোভিড-১৯ এর মোকাবেলা ও সামরিক অভ্যুত্থানের পরিণাম সামাল দিতে গিয়ে পর্যুদস্ত মানুষের জন্য, বিদ্যুৎ বিভ্রাটটি একটি বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। ফেব্রুয়ারির শেষ দিক থেকে মিয়ানমারের গুরুত্বপূর্ণ শহরগুলোতেও অনিয়মিতভাবে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে।

মার্চ মাসে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তখন কোন কোন সময়ে ছয় ঘন্টা পর্যন্তও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ইয়াঙ্গুনে ১৮ মার্চ থেকে চার ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ করার পর, পরবর্তী চার ঘন্টা তা বন্ধ থাকা আরম্ভ হয়। তবে, এই নিয়মটিও সবসময় মানা হয় না। বিদ্যুৎ থাকার সময়টিতেও প্রায়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

তবে, মিয়ানমারের শহরগুলোতে বিদ্যুৎ সঙ্কটে রাতে আঁধার নেমে আসলেও, রাজধানী নেপিডো-তে প্রায় বিদ্যুৎ বন্ধ থাকে না বললেই চলে। শহরটিতে সামরিক অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং ও অন্যান্য আরও অনেক সাবেক সামরিক নেতা বাস করেন। এমনকি শহরটির খালি রাস্তাগুলোতেও রাতে আলো জ্বালিয়ে রাখা হয়।

নেপিডোর পিনমানা এলাকার বাসিন্দা মারি অং, ভিওএ-কে বলেন, “নেপিডোতে বিদ্যুৎ বিভ্রাট খুবই বিরল ঘটনা। যখন সেটা হয়, তখনও সেটা মাত্র কয়েক মিনিটই স্থায়ী হয়।”

XS
SM
MD
LG