অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার ভোটে বাধা দেয়া অসাংবিধানিক ছিলঃ পাকিস্তান সুপ্রিমকোর্ট


সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে পাকিস্তানের বিরোধী দলগুলোর আইনজীবী ও সমর্থকরা আনন্দ উদযাপন করছে।৭ এপ্রিল,২০২২।
সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পরে পাকিস্তানের বিরোধী দলগুলোর আইনজীবী ও সমর্থকরা আনন্দ উদযাপন করছে।৭ এপ্রিল,২০২২।

বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোটে বাধা দেয়া জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের একটি রুল বাতিল করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

রোববার বিতর্কিত ঐ হাউজ রুলের ফলে প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্টের আরিগ আলভী সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। প্রেসিডেন্ট নতুন নির্বাচনেরও আহ্বান জানিয়েছেন।

তবে পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৫জন বিচারকের প্যানেল ডেপুটি স্পিকারের রায় থেকে উদ্ভূত সমস্ত পদক্ষেপকে সর্বসম্মতভাবে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে।

রায়টি প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানকে এবং তার মন্ত্রিসভাকেও পুনঃস্থাপন করেছে। রায়ে অনাস্থা ভোট পুনর্গঠনের জন্য শনিবার সকালে পুনরায় জাতীয় অধিবেশনের আহ্বান করার নির্দেশ দেয়া হয়েছে।

ক্ষমতাসীন দলের প্রায় ২ ডজন আইনজীবী পক্ষ পরিবর্তন করায় এবং জোটের প্রধান অংশীদারেরা পক্ষ পরিবর্তন করে বিরোধী দলে যোগ দেয়ায় রোববারের অনাস্থা ভোটে ইমরান খান ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছিলেন।

৬৯ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেট তারকার পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি ২০১৮ সালের নির্বাচনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তাই ইমরান খান স্বল্প সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জোট সরকার গঠন করতে বাধ্য হয়েছিলেন।

XS
SM
MD
LG