পোল্যান্ড থেকে রাশিয়ার ৪৫ জন কূটনীতিককে বহিষ্কারের প্রতিশোধ হিসেবে, রাশিয়াও পোল্যান্ডের দূতাবাস ও কনস্যুলেটের ৪৫ জন কর্মীকে “পারসোনা নন গ্রাটা” বা অবাঞ্চিত ঘোষণা করেছে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রক এমন তথ্য জানায়।
মার্চ মাসে পোল্যান্ড জানিয়েছিল যে, রাশিয়ার ঐ ৪৫ জন কূটনীতিক রাশিয়ার গোয়েন্দা সংস্থার জন্য কাজ করেন বলে সন্দেহ করা হয়েছিল।