ইউক্রেনের রাজ্য রেলওয়ে কর্মকর্তারা বলেছেন যে পূর্ব ইউক্রেনের একটি রেল স্টেশনে রাশিয়ার রকেট হামলায় পাঁচজন শিশু সহ ৫০ জন নিহত এবং কমপক্ষে ৮৭ জন আহত হয়েছে। বেসামরিক মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য স্টেশনটি ব্যবহার করা হচ্ছিল।
ক্র্যামাটর্স্ক এর স্টেশনটিতে দুইটি রকেট আঘাত হানে বলে জানা গেছে। রয়টার্স রিপোর্ট করেছে যে ডোনেটস্ক অঞ্চলের গভর্নর বলেছেন যে হাজার হাজার মানুষ স্টেশনে নিরাপদ এলাকায় যাওয়ার চেষ্টা করছিল কারণ এলাকাটিতে একটি বড় রকমের রাশিয়ান আক্রমণের সম্ভাবনা ছিল।
ভয়েস অফ আমেরিকার জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেফ সেলদিন জানিয়েছেন, শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভের সাথে "তার দেশকে রক্ষা করার জন্য ইউক্রেনের সামরিক বাহিনীর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন।
অস্টিন স্লোভাকিয়ার শুক্রবারের ঘোষণারও প্রশংসা করেছেন যে তারা ইউক্রেনে এস-থ্রিহান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবে, এই সিস্টেমটিকে "একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সক্ষমতা" বলে অভিহিত করা হয়েছে।
তিনি আরো বলেছেন যে যুক্তরাষ্ট্র " ইউক্রেনের সেনাবাহিনী এবং জনগণের প্রয়োজনে সহায়তা করার জন্য মিত্র এবং অংশীদারদের সাথে সমন্বয় অব্যাহত রাখবে।"
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই খবর নাকচ করে দিয়েছেনে যে ক্র্যামাটর্স্ক এর ট্রেন স্টেশনে আক্রমণের জন্য রাশিয়া দায়ী । তিনি এক “ উস্কানিমূলক” বলে অভিহিত করেছেন।
রুশ মন্ত্রক তাদের জারি করা এক বিবৃতিতে বলেছে যে এই হামলায় টচকা-ইউ নামের যে ক্ষেপনাস্ত্রটি ব্যবহার করা হয় , তা ইউক্রেনের সেনাবাহিনীই ব্যবহার করে থাকে ।
তবে ডিফেন্স ব্লগ নামের ওয়েবসাইটে ৩১ শে মার্চ জানানো হয় যে রাশিয়ার সামরিক যান কিছু অব্যবহৃত ক্ষেপনাস্ত্র বহন করছিল । সেটি ঐ যানবহরের তোলা ছবিটিতে দেখা যায় যা ইউক্রেনে আক্রমণকারী বাহিনীরই অংশ ছিল।
ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দ্যমিত্র কুলেবা এই আক্রমণকে , “ ইচ্ছাকৃত ভাবে বধ করা” বলে অভিহিত করেছেন।