বাংলাদেশের লক্ষ্মীপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার সময় জেলে ও নৌপুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। রবিবার (১০ এপ্রিল) ভোরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকার মেঘনা নদীতে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
নিহত আমীর হোসেন ভোলা সদরের কুতুবপুরা মতলব রাড়ির ছেলে।
নৌপুলিশের উপপরিদর্শক কামাল হোসেন জানান, জাটকা সংরক্ষণে মেঘনায় দুই মাস মাছ ধরা বন্ধের সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে রবিবার রাতে নৌপুলিশ নদীতে অভিযানে নামে। ভোর রাতে টহল পুলিশ ঘটনাস্থল এলাকায় পৌঁছালে ছয়টি মাছ ধরার জেলে নৌকা তাদের ঘেরাও করে ফেলে। এ সময় ৬০ জনের জেলেদের একটি দল পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি জানান, জেলেরা পুলিশের ওপর ইট-পাটকেল (জালের কাঠি) নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এতে আমীর হোসেন নামে এক জেলে গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে নেওয়ার পথে মারা যান।
সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে জানায় পুলিশ।