অ্যাকসেসিবিলিটি লিংক

পূর্ব ইউক্রেনের নাগরিকদের অবিলম্বে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন সরকারি নেতারা


ইউক্রেনের কিয়েভের নিকটবর্তী বোরোদিয়াঙ্কায় রাশিয়ার বিমান হামলায় ধ্বংস হওয়া একটি বহুতল ভবনের বাসিন্দাদের মৃতদেহ সরিয়ে নিচ্ছেন জরুরি কর্মীরা। ৯ এপ্রিল ২০২২।
ইউক্রেনের কিয়েভের নিকটবর্তী বোরোদিয়াঙ্কায় রাশিয়ার বিমান হামলায় ধ্বংস হওয়া একটি বহুতল ভবনের বাসিন্দাদের মৃতদেহ সরিয়ে নিচ্ছেন জরুরি কর্মীরা। ৯ এপ্রিল ২০২২।

পূর্ব ইউক্রেনের বাসিন্দারা শনিবার (৯ এপ্রিল) বিমান হামলার সাইরেনের শব্দ শুনতে পান। রাশিয়া এই অঞ্চলে গোলাবর্ষণের পরিমাণ বাড়ানোয় সেখানকার গভর্নর বেসামরিক নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার জন্য সতর্ক করেছেন। গভর্নর সের্হি গাইদাই এক সরকারি টেলিভিশনকে বলেছেন, রাশিয়া ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে থেকে যাওয়া এক তৃতীয়াংশ জনসংখ্যার ওপর “আগ্রাসী অভিযান চালাচ্ছে”।

সামরিক বিশ্লেষকেরা বলছেন, সামরিক বাহিনী কঠোর প্রতিরোধের মুখোমুখি হওয়ার পরে এবং উত্তর ও পশ্চিমে কিয়েভের আশেপাশের এলাকাগুলো থেকে সরে যাওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে আবারও আগ্রাসনের নির্দেশ দিয়েছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রক ধারণা করছে যে, রাশিয়া ক্রিমিয়া ও দনবাস অঞ্চলের মধ্যে একটি রুট তৈরি করার জন্যে দক্ষিণ ও পূর্বে ভারী গোলাবর্ষণ অব্যাহত রাখবে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি শনিবার রাতের ভাষণে সতর্ক করে বলেন, রুশ আগ্রাসন “শুধুমাত্র ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, একমাত্র আমাদের স্বাধীনতা ও জীবন ধ্বংস করবে না”। প্রেসিডেন্ট আরও বলেন, “পুরো ইউরোপ রাশিয়ার লক্ষ্যবস্তু”।

সিবিএস প্রোগ্রাম ৬০ মিনিটে রবিবার যুক্তরাষ্ট্রের টেলিভিশনে প্রচারিতব্য একটি সাক্ষাত্কারে, জেলেন্সকি বলেন, “আমরা আমাদের বেঁচে থাকার অধিকার রক্ষা করছি। আমি কখনই ভাবিনি এই অধিকার বাঁচাতে এত মুল্য দিতে হবে”।

জেলেন্সকি সাক্ষাত্কারে বলেন, ইউক্রেন রাশিয়ান কিছু পাইলটকে বন্দী করেছে, যাদের কাছে বোমা হামলার জন্য নির্বাচিত বেসামরিক লক্ষ্যবস্তুর মানচিত্র ছিল।

কিয়েভের কাছে একটি শহর বুচায় ধ্বংসযজ্ঞ দেখার পর শনিবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন রাশিয়ার দ্বারা যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ তোলেন।

রাশিয়ার বাহিনী এলাকা ছেড়ে যাওয়ার পর বুচায় বেসামরিক মানুষের গণকবরের সন্ধান পাওয়া গেছে।

বুচায় ভয়েস অফ আমেরিকা: বাড়ির বাগানে অস্থায়ী কবর

ভয়েস অফ আমেরিকার হিথার মারডক এখন বুচায় আছেন। তিনি বাড়ির বাগানে ও বাড়ির পেছনের উঠোনে নতুন কবর এবং রাস্তায় রক্তের ভিডিও রেকর্ড করছেন। বাসিন্দারা তাকে বলেন, মানুষ শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় রাশিয়ার সেনাদের হাতে মারা পড়ছেন। রাশিয়ার সেনারা এক সপ্তাহ আগে শহর ছেড়েছে এবং সাংবাদিকেরা এই অঞ্চলে প্রবেশ করার পর হত্যার ঘটনাগুলো একে একে সামনে আসছে।

রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেন থেকে এক কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছেন।

কিয়েভ সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী, আরও সহায়তার প্রতিশ্রুতি

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার কিয়েভে জেলেন্সকির সঙ্গে দেখা করেছেন। ইউক্রেনে ব্রিটিশ দূতাবাসের একটি টুইটে তথ্যটি প্রকাশ করা হয়েছে।

ক্র্যামাটর্স্ক রেলস্টেশনে শুক্রবারের হামলার পর, ব্রিটেন ইউক্রেনের জন্য অতিরিক্ত আর্থিক ও সামরিক সহায়তা ঘোষণা করেছে। যাতে বিমান-বিধ্বংসী ও ট্যাঙ্ক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১৩০ মিলিয়ন ডলার মূল্যের উচ্চ প্রযুক্তির সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। জনসন স্টেশনের গোলাগুলিকে “অসংবেদনশীল” বলে অভিহিত করেছেন এবং “বেসামরিক মানুষদের ওপর নির্বিচারে আক্রমণ করা একটি যুদ্ধাপরাধ”, বলে অভিহিত করেন।

শহরের মেয়র অনুমান করেছেন যে, হামলার সময় স্টেশনের ভেতরে ৪ হাজার নারী, শিশু ও বয়স্ক লোক ছিলেন।

জনসনের সফরের আগে, অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারও শনিবার জেলেন্সকির সঙ্গে মুখোমুখি দেখা করেন এবং রাশিয়ার বিরুদ্ধে আরও ইইউ নিষেধাজ্ঞার প্রতিশ্রুতি দেন।

XS
SM
MD
LG