বাংলাদেশের বাগেরহাট জেলা সদরে চারমাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১০ এপ্রিল) বিকেলে “জাতীয় জরুরি সেবা ৯৯৯” নম্বরে কল পেয়ে একই দিন বিকেলে ফকিরহাট উপজেলার গণসোমপুর বাঁশবাড়ি গ্রাম থেকে মাহামুদুল হাসান (২৩)- কে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার “জাতীয় জরুরি সেবা ৯৯৯” থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ফকিরহাট থানার উপপরিদর্শ (এসআই) বেলাল হোসেন জানান, খুলনায় স্বামী অসুস্থ হয়ে পড়লে স্বামীর ফোন পেয়ে বাগেরহাট থেকে শুক্রবার রাতে রওনা দিয়েছিলেন ভুক্তভোগী ওই নারী। এই সময় তাকে একা পেয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক সুযোগ বুঝে রাস্তার পাশে নির্জন স্থানে ধর্ষণ করেন। এ ধরনের অভিযোগ জানিয়ে ওই নারী রবিবার বিকালে ৯৯৯ নম্বরে ফোন করেন।
তিনি জানান, ওই নারী দুই দিন আগে অর্থাৎ শুক্রবার ধর্ষণের শিকার হয়েছিলেন কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ায় এবং স্বামীও অসুস্থ থাকায়, সেই সঙ্গে লোকলজ্জার ভয়ে তিনি এই ঘটনা কাউকে জানাননি। পরে স্বামীকে ঘটনাটি জানালে স্বামীর পরামর্শে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন এবং এক পর্যায়ে ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে ৯৯৯–এ কথা বলিয়ে দেন।
৯৯৯ কলটেকার কনস্টেবল কে এম মাহফুজুর তাৎক্ষণিকভাবে বাগেরহাট সদর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়। এরপর সদর থানার চুলকাঠি তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল ভুক্তভোগীর দেওয়া তথ্য এবং বর্ণনা অনুযায়ী অটোরিকশাচালক মাহামুদুল হাসানকে গ্রেপ্তার করে।
পরে অভিযুক্তকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয় এবং এ ব্যাপারে ওই থানায় একটি মামলা রুজু করা হয়েছে।