অ্যাকসেসিবিলিটি লিংক

জামিন পেয়েছেন আটক বিএনপি নেতা ইশরাক


বিএনপি নেতা ইশরাক হোসেন
বিএনপি নেতা ইশরাক হোসেন

অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তারের ছয় দিন পর জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা ইশরাক হোসেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন ৫ হাজার টাকা মুচলেকায় এ আদেশ দেন।

এর আগে বুধবার (৬ এপ্রিল) জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সরকারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগ তুলে ধরে লিফলেট বিতরণের সময় পুলিশ ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে।

২০২০ সালে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন ইশরাক।

২০২০ সালের ১২ নভেম্বর যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। ইশরাককে ওই মামলায় আসামী করা হয়।

২০২০ সালের ১৮ নভেম্বর হাইকোর্ট থেকে এই মামলায় জামিন পান ইশরাক।

২০২১ সালের ৫ জানুয়ারি তার জামিনের মেয়াদ শেষ হওয়ার পরে তিনি একটি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে আবার জামিন প্রার্থনা করেন। সে সময় হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।

এরপর ২০২১ সালের ১৮ অগাস্ট আদালত এই মামলায় জামিনের আবেদন নাকচ করে ইশরাকের গ্রেপ্তারের জন্য একটি পরোয়ানা জারি করে।

XS
SM
MD
LG