যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন, রাশিয়ার কাছ থেকে আরও তেল কেনা ভারতের স্বার্থেই উচিত হবে না। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যুক্তরাষ্ট্র নয়াদিল্লিকে চাপ দিচ্ছে ।
হোয়াইট হাউজের প্রেস সচিব জেন স্যাকি জানান, সোমবার এক ঘণ্টাব্যাপী ভিডিও কলে বাইডেন মোদীকে বলেন, ভারতকে জ্বালানির আরও উৎস খোঁজার ব্যাপারে যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত।
মোদী ইউক্রেনের বিশেষত বুচা’র পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ প্রকাশ করেছেন। বুচায় অনেক বেসামরিক মানুষের দেহাবশেষ পাওয়া গেছে।
মোদী জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন এবং রুশ এই নেতাকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে ভারত নিরপেক্ষ থেকেছে যা ওয়াশিংটনের উদ্বেগের কারণ কিন্তু তা মস্কোর প্রশংসা অর্জন করেছে।
এছাড়া রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থেকে ভারত বিরত থেকেছে। গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদ জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে মস্কোর আসন স্থগিত করার জন্য যখন ভোট দিয়েছে তখনও ভারত ভোটদানে বিরত ছিল।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো থেকে চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস ক্রয় অব্যাহত রেখেছে।
রাশিয়া থেকে জ্বালানি আমদানি কমানোর ব্যাপারে ভারত কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা সে বিষয়ে স্যাকি কিছু বলেননি।
বাইডেন ও মোদী সর্বশেষ মার্চ মাসে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের তথাকথিত “কোয়াড” জোটের বৈঠকে আলাপ করেছিলেন। বাইডেন বলেছিলেন, এই গ্রুপের মধ্যে শুধুমাত্র ভারতই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় “কিছুটা নড়বড়ে” অবস্থানে ছিল।