অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের কারণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে


ফিলিপাইন কোস্টগার্ড দ্বারা প্রদত্ত এ ছবিতে সোমবার মধ্য ফিলিপাইনের লেইতে প্রদেশের বেইবে সিটির ভূমিধস হওয়া একটি এলাকা দেখা যাচ্ছে। ১১ এপ্রিল, ২০২২
ফিলিপাইন কোস্টগার্ড দ্বারা প্রদত্ত এ ছবিতে সোমবার মধ্য ফিলিপাইনের লেইতে প্রদেশের বেইবে সিটির ভূমিধস হওয়া একটি এলাকা দেখা যাচ্ছে। ১১ এপ্রিল, ২০২২

গ্রীষ্মমন্ডলীয় ঝড় মেগির কারণে সৃষ্ট ভূমিধস এবং বন্যার পরে মধ্য ফিলিপাইনে কমপক্ষে ২৫ জন মারা গেছে। বেইবে সিটির পুলিশপ্রধান লেফট্যানেন্ট কর্নেল জোমেন কোলাডো জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাটি হলো লেইতে প্রদেশের শহর বেইবে সিটি। ভূমিধসে সেখানে ২২ জন গ্রামবাসী নিহত হয়েছে এবং কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। কোলাডো আরও জানান, আরও ৬ জন মানুষ বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা বলছে, দক্ষিণ দাভাও অঞ্চলে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এই বছর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে আঘাত হানা প্রথম গ্রীষ্মমন্ডলীয় ঝড় মেগি দ্বারা সৃষ্ট ভারী বৃষ্টির ফলে ভূমিধস ও বন্যায় সপ্তাহান্তে কয়েক হাজার বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। ফিলিপাইনে প্রতি বছর অন্তত ২০ বার ঝড় ও টাইফুন আঘাত হানে।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স ও এএফপি থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG