অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ার ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের জন্য ইইউর প্রতি জেলেন্সকির আহ্বান


রুশ আক্রমণে খারকিভের একটি রান্নার স্কুল ধ্বংস হবার পরে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। ১২ এপ্রিল, ২০২২।
রুশ আক্রমণে খারকিভের একটি রান্নার স্কুল ধ্বংস হবার পরে দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। ১২ এপ্রিল, ২০২২।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি ইউরোপীয় ইউনিয়নকে সমস্ত রুশ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপের এবং রাশিয়ার তেল আমদানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধে সমর্থনের জন্য মঙ্গলবার তার সর্বসাম্প্রতিক আবেদন জানান।

ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা রুশ কর্মকর্তা ও ব্যবসার ওপর একাধিক দফা নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু জেলেন্সকির অনুরোধ মতো তারা দ্রুততম সময়ের মধ্যে রাশিয়া থেকে গ্যাস ও তেলের আমদানি বন্ধ করতে অনিচ্ছুক। রুশ জ্বালানি সরবরাহের ওপর ইউরোপের নির্ভরতার কারণে এ ধরনের পদক্ষেপ তাদের অর্থনীতিকে কতটা প্রভাবিত করবে তা নিয়ে কিছু ইউরোপীয় নেতা উদ্বেগ প্রকাশ করেছেন ।

মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, “আজকের বিশ্বে বিশেষ করে রাশিয়ার মতো বিশাল দেশকে বিচ্ছিন্ন করা একেবারেই অসম্ভব”।

সোমবার দিনের শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক ভিডিও বার্তায় বলেন, তিনি আশঙ্কা করছেন যে, রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। রাশিয়াকে এই ধরনের অস্ত্র ব্যবহার থেকে বিরত রাখতে দেশটির বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমাদেরকে আহ্বান জানান তিনি।

পেন্টাগনের প্রেস সচিব জন কার্বি বলেছেন, এই মুহুর্তে যুক্তরাষ্ট্র রাসায়নিক অস্ত্র ব্যবহারের সত্যতা নিশ্চিত করতে পারছে না তবে এ সংবাদ সত্য হলে তা “গভীরভাবে উদ্বেগজনক।“

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাটি বলেছেন, ৪৭ দিনের যুদ্ধে রাশিয়া ইউক্রেনের ওপর ১৫০০ টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে,সারা দেশে অ্যাপার্টেমেন্ট বিল্ডিং ও হাসপাতাল ধ্বংস করেছে এবং ইউক্রেনের হাজার হাজার নাগরিককে হত্যা করেছে।

রাশিয়া তার “উল্লেখযোগ্য” সেনাসদস্য হারানোর কথা স্বীকার করেছে।

জাতিসংঘ বলেছে, রাশিয়ার আক্রমণ শুরু হবার পর থেকে ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে, যাতে রয়েছে ইউক্রেনের শিশুদের প্রায় দুই-তৃতীয়াংশ।

এ প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি ও রয়টার্স থেকে নেয়া হয়েছে।

XS
SM
MD
LG