অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন—জানালেন ধর্ম প্রতিমন্ত্রী


করোনা মহামারির কারণে টানা দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে প্রায় ৫৭ হাজার ৮৫৬ জন হজযাত্রীকে এ বছর হজ করার অনুমতি দেওয়া হবে।

বুধবার (১৩ এপ্রিল) এক ভিডিও বার্তায় বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান।

উল্লেখ্য, সৌদি আরবের হজ কর্তৃপক্ষ ৯ এপ্রিল এক বিবৃতিতে ২০২২ সালে দেশের ভেতর ও বাইরে থেকে আসা হজযাত্রীর সংখ্যা বাড়িয়ে ১০ লাখে উন্নীত করেছে।

হজ কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, হজ পালনের জন্য হজযাত্রীদের ৬৫ বছরের কম বয়সী হতে হবে এবং তাদের বাধ্যতামূলক সৌদি স্বাস্থ্য মন্ত্রকের অনুমোদিত করোনার টিকা নেওয়া থাকা লাগবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদেশ থেকে যাওয়া সব হজযাত্রীর বিমান ছাড়ার ৭২ ঘণ্টার মধ্যে করোনার পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে।

সৌদি আরবের হজ কর্তৃপক্ষ আরও বলছে, করোনা মোকাবিলায় সৌদি আরব যে সফলতা অর্জন করেছে তা বজায় রেখে সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছিলেন। করোনা মহামারির আগে প্রতি বছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদি আরবে হজ করতে যেতেন।

XS
SM
MD
LG