অ্যাকসেসিবিলিটি লিংক

কৃষ্ণ সাগরে অবস্থিত রাশিয়ার প্রধান যুদ্ধজাহাজ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত


ভূমধ্যসাগরে যাওয়ার পথে, ইস্তাম্বুলের বসফরাস প্রণালীতে রাশিয়ার নৌবাহিনীর গাইডেড মিসাইল ক্রুজার মস্কভা, ১৮ জুন ২০২১। (ফাইল ফটো)
ভূমধ্যসাগরে যাওয়ার পথে, ইস্তাম্বুলের বসফরাস প্রণালীতে রাশিয়ার নৌবাহিনীর গাইডেড মিসাইল ক্রুজার মস্কভা, ১৮ জুন ২০২১। (ফাইল ফটো)

কৃষ্ণ সাগরে রুশ নৌবাহিনীর নেতৃত্বদানকারী প্রধান জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বৃহস্পতিবার রাশিয়া জানিয়েছে। জাহাজের সকল নাবিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। রাশিয়া জানায় যে একটি বিস্ফোরণের ফলে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। তবে ইউক্রেনের কর্মকর্তারা বলছেন যে, জাহাজটিতে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলে যে আগুন লাগার ফলে মস্কভা নামের ঐ ক্ষেপণাস্ত্রবাহী জাহাজে রাখা গোলাবারুদে বিস্ফোরণ ঘটে। তারা জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং জাহাজটি এখনও ভাসমান রয়েছে। মন্ত্রকটি আরও জানায় যে, জাহাজটির প্রধান অস্ত্রগুলো ক্ষতিগ্রস্ত হয়নি এবং জাহাজটিকে বন্দরে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

তবে ওডেসার গভর্নর বলেন যে, জাহাজটিতে দুইটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

অপরদিকে, বাইডেন ঘোষণা দিয়েছেন যে, ইউক্রেনে আরও ৮০ কোটি ডলারের অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

বুধবার ঘন্টাব্যাপী এক ফোনালাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে নতুন চালানটি সম্পর্কে জানান বাইডেন। পরে এক বিবৃতিতে তিনি বলেন, “আমরা যেই অস্ত্রগুলো সরবরাহ করছি সেগুলো ইউক্রেনের সামরিক বাহিনী বিধ্বংসীভাবে ব্যবহার করেছে। ইউক্রেনকে নিজেদের দেশ রক্ষা করার সক্ষমতা সংক্রান্ত সরবরাহগুলো যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে।”

পেন্টাগন জানিয়েছে যে নতুন চালানটিতে ৫০০ জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র, ৩০০ সুইচব্লেড ড্রোন, ৩০০ সাঁজোয়া যান, ১১ টি হেলিকপ্টার, রাসায়নিক, জৈবিক ও পারমাণবিক সুরক্ষা সরঞ্জাম, এবং ৩০,০০০ টি বডি আর্মার জ্যাকেট ও হেলমেট রয়েছে।

এর বাইরেও যুক্তরাষ্ট্র অজ্ঞাত সংখ্যক অ্যান্টি পারসোনেল মাইন সরবরাহ করছে।

পেন্টাগন প্রেস সচিব জন কার্বি জানান যে, বেলারুশে হেলিকপ্টার ও কামান সহ রাশিয়া নিজেদের বাহিনী পুনর্সজ্জিত করার সময়ের মধ্যেই সরঞ্জামগুলো সরবরাহ করতে চায় যুক্তরাষ্ট্র।

XS
SM
MD
LG