অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনে ঘূর্ণিঝড় মেগির আঘাতঃ কমপক্ষে ১৩৮ জন নিহত


PHলেইতে প্রদেশের আবুয়োগ শহরের পিলার গ্রামের ধ্বংস্প্রাপ্ত বাড়িগুলোর ছবি মিান থেকে তোলা, ১৪ই এপ্রিল ২০২২
PHলেইতে প্রদেশের আবুয়োগ শহরের পিলার গ্রামের ধ্বংস্প্রাপ্ত বাড়িগুলোর ছবি মিান থেকে তোলা, ১৪ই এপ্রিল ২০২২

ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় মেগির আঘাত হানায় অন্তত ১৩৮ জন নিহত হয়েছে। রোববার ঘূর্ণিঝড় মেগি স্থলভাগে আছড়ে পড়ে যার ফলে প্রবল বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধস হয়।

ফিলিপাইনের কর্মকর্তারা বলছেন, ১ লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং আরও অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে।

খবরে বলা হয়েছে, নিহতদের অনেকেই ভূমিধসে চাপা পড়েছে। অন্যরা ডুবে গেছে বলে জানা গেছে।

লেইতে প্রদেশে অবস্থানরত একটি সেনা ব্যাটালিয়নের ফেসবুক পোস্ট অনুসারে, কান্তাগনস নামের একটি জেলা “ব্যাপকভাবে বিদ্ধস্ত” হয়েছে।

পোস্টটিতে আরও বলা হয়, “ঘরবাড়ি ও জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক পরিবার ও লোকজন নিখোঁজ রয়েছে এবং যোগাযোগও স্থিতিশীল নয়।“

সেনাবাহিনী বলছে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

সাধারণত বছরে ২০ বারেরও বেশি ঘূর্ণিঝড় আঘাত হানা দেশ ফিলিপাইনে ২০২২ সালের প্রথম ঘূর্ণিঝড় হলো মেগি।

এ প্রতিবেদনের কিছু তহ্য রয়টার্স, এপি ও এএফপি থেকে নেয়া হয়েছে।


XS
SM
MD
LG