অ্যাকসেসিবিলিটি লিংক

সুনামগঞ্জে দুই বাসের সংঘর্ষে যুবক নিহত


সুনামগঞ্জে দুই বাসের সংঘর্ষ

বাংলাদেশের সুনামগঞ্জে দুই বাসের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে শহরের মল্লিকপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরো একজন।

নিহত ওয়াসিম দাস (৩০) জগন্নাথপুর উপজেলা ভবানীপুর গ্রামের সর্বা দাসের ছেলে।তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, “শুক্রবার সকালে, সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ড এলাকায় সুনামগঞ্জ থেকে সিলেটগামী নীলাদ্রি পরিবহনের বাস এবং সুনামগঞ্জ থেকে সিলেটগামী লোকাল বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক যুবক ওয়াসিম দাসকে মৃত ঘোষণা করেন। আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি জানান, “একটি বাসের চালকের সহকারীকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

XS
SM
MD
LG