বাংলাদেশের পার্বত্য রাঙামাটি জেলার কাউখালীতে পাহাড়ের মাটি কেটে বাড়ি নির্মাণের সময় মাটি ধসে দুজন নির্মাণশ্রমিক মারা গেছেন। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বেতবুনিয়ার মনাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত শ্রমিকেরা হলেন—দক্ষিণ পাড়ার মৃত কবির আহমদ মিস্ত্রির ছেলে মো. পেয়ার মোহাম্মদ (৫০) এবং বেনুবনের অঞ্জন বড়ুয়ার ছেলে সুফল বড়ুয়া (৩৮।
জানা গেছে, বেতবুনিয়ার মাইল্যাছোলা এলাকায় স্থানীয় সাধন বড়ুয়ার বাড়িতে পাহাড় কেটে দেয়াল নির্মাণের কাজ করছিলেন ওই শ্রমিকেরা। হঠাৎ পাহাড়ের মাটি ধসে পড়ে এবং ওই শ্রমিকেরা ধসে পড়া মাটির নিচে চাপা পড়েন। এরপর স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক বিকাশ সরকার জানান, খবর পেয়ে বেতবুনিয়া ফাঁড়ির পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে উদ্ধার নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এস শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “এ ব্যাপারে কেউ অভিযোগ বা মামলা করেনি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।