অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গোপসাগরের ভাসানচর এলাকায় লাইটার জাহাজডুবি—১২ নাবিক নিখোঁজ


ভাসানচর এলাকায় লাইটার জাহাজডুবি
ভাসানচর এলাকায় লাইটার জাহাজডুবি

বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর এলাকায় শনিবার (১৬ এপ্রিল) একটি একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় ডুবে যাওয়া জাহাজটির ১২ নাবিক নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে কোস্টগার্ড।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে “সজল তন্ময়-২” নামের ওই জাহাজটি ডুবে যায় বলে জানায় কোস্টগার্ড।

বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম।

তিনি বলেন, “নোয়াখালীর ভাসানচরের অদূরে সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে এবং জাহাজের ১২ জন ক্রু নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছে। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ করতে বেগ পেতে হচ্ছে”।

কোস্টগার্ডের আরেক কর্মকর্তা বলেন, “জাহাজটি কী কারণে ডুবেছে সেটি এখনো আমরা জানতে পারিনি। তবে সাগর কিছুটা উত্তাল আছে। জাহাজ ডুবে যাওয়ার পর জরুরি সেবা নম্বরে ফোন করে জানানো হয়। ভাসানচরের কাছে আমাদের যে জাহাজ ছিল সেটাকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। আমরা জানতে পেরেছি, জাহাজের ১২ জন নাবিক নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে”।

ঘটনাস্থলে কোস্টগার্ডের একটি টিমও পৌঁছেছে বলে জানান এই কর্মকর্তা।

XS
SM
MD
LG