বাংলাদেশের বগুড়া জেলার ধুনটে ধর্ষণচেষ্টার শিকারের ঘটনা জানাজানি হওয়ায় এক তরুণী বিষপানে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৃত তরুণী ধুনট উপজেলার কাইগাতি গ্রামের বাসিন্দা ও জালশুকা হাবিবুর রহমান ডিগ্রি কলেজ থেকে এ বছর জিপিএ৫ পেয়ে এইচএসসি পাস করেছে। তার নাম লিপি খাতুন (১৮)।
মামলার এজাহারে বলা হয়, একই গ্রামের বাবুল মিয়া গত দুই বছর ধরে লিপিকে উত্যক্ত করত। লিপির বাবা গ্রামের মাতাব্বরদের কাছে বিষয়টি জানালেও তারা কোনো সমাধান পাননি। এদিকে তারা বাবুলের বিরুদ্ধে অভিযোগের করায় বাবুল আরও বেপরোয়া হয়ে ওঠে।
১২ এপ্রিল সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে বাবুল তার সঙ্গী রফিককে নিয়ে লিপির বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে লিপির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে বাবুল ও রফিক পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে লিপি বিষপান করে। তাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখান থেকে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৩ এপ্রিল তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ১৪ এপ্রিল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রধান আসামি বাবুলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।