অ্যাকসেসিবিলিটি লিংক

ইস্টারের ছুটিতে যুক্তরাষ্ট্রে তিনটি গোলাগুলির ঘটনা


আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা একটি গোলাগুলির ঘটনার পরে দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়াতে কলম্বিয়ানা সেন্টার মলের বাইরে জড়ো হয়েছেন। ১৬ এপ্রিল ২০২২।
আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা একটি গোলাগুলির ঘটনার পরে দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়াতে কলম্বিয়ানা সেন্টার মলের বাইরে জড়ো হয়েছেন। ১৬ এপ্রিল ২০২২।

সাউথ ক্যারোলিনার কর্তৃপক্ষ বলছে যে, তারা রবিবার (১৭ এপ্রিল) ভোরে হ্যাম্পটন কাউন্টির একটি ক্লাবে গুলি চালানোর ঘটনা তদন্ত করছে। এই ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। ইস্টার ছুটির সপ্তাহান্তে এটি যুক্তরাষ্ট্রে তৃতীয় গোলাগুলির ঘটনা।

সাউথ ক্যারোলিনা ও পেনসিলভানিয়ার পিটসবার্গে তিনটি বন্দুকযুদ্ধে দুই নাবালক নিহত এবং কমপক্ষে ৩১ জন আহত হয়েছেন।

সাউথ ক্যারোলিনার তদন্তকারী সংস্থা, রাজ্য আইন প্রয়োগকারী বিভাগ একটি ইমেলে বলেছে যে, হ্যাম্পটন কাউন্টির কারা লাউঞ্জে গুলির ঘটনায় প্রথম দিকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সহিংসতার তীব্রতা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। হ্যাম্পটন কাউন্টি চার্লসটন থেকে প্রায় ১২৯ কিলোমিটার (৮০ মাইল) পশ্চিমে অবস্থিত। এ বিষয়ে জানতে নাইট ক্লাবে ফোন করা হলে কোনো জবাব পাওয়া যায়নি।

এর মধ্যে পিটসবার্গে, একটি বাড়িতে অনুষ্ঠানের সময় গোলাগুলিতে দুই নাবালক নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছেন। পিটসবার্গ পুলিশ বিভাগের প্রধান স্কট শুবার্ট সাংবাদিকদের বলেছেন, একটি বিবাদের পরে রাত সাড়ে ১২টার দিকে গুলির ঘটনাটি ঘটেছে।

সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের রাজধানী কলম্বিয়ার একটি ব্যস্ত মলে গোলাগুলির ঠিক এক দিন পরে রবিবারের অনুষ্ঠানে গোলাগুলির ঘটনাটি ঘটে। আবার রবিবারের নাইট ক্লাবে শুটিং হয়েছিল তার প্রায় ১৪৫ কিলোমিটার (৯০ মাইল) উত্তরে। কলম্বিয়ানা সেন্টারে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় নয়জন গুলিবিদ্ধ এবং পাঁচজন আহত হয়েছেন, কলম্বিয়ার পুলিশ প্রধান ডব্লিউএইচ “স্কিপ” হলব্রুক শনিবার বলেন। আক্রান্তদের বয়স ১৫ থেকে ৭৩ বছর।

পুলিশ বলেছে যে, ৭৩ বছর বয়সী একজন ভুক্তভোগীর চিকিৎসা অব্যাহত রয়েছে, তবে অন্য ভুক্তভোগীদের স্থানীয় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বা শিগগিরই ছেড়ে দেওয়া হবে।

ইস্টার ছুটির সময়ে তিনটি গোলাগুলির ঘটনা ছাড়াও সাম্প্রতিক দিনগুলোতে অন্য আরও গোলাগুলির ঘটনা ঘটেছে। গত সপ্তাহে, একজন বন্দুকধারী নিউইয়র্কের একটি পাতাল রেলগাড়িতে গুলি চালায় এবং এতে ১০ জন আহত হন। পরদিন সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়।

XS
SM
MD
LG