অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের উত্তরাঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে—আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের রাজশাহী ও পাবনাসহ উত্তরাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুলেটিনে আরও বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দুই–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরের রাজারহাট উপজেলায় সর্বোচ্চ ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

XS
SM
MD
LG