অ্যাকসেসিবিলিটি লিংক

পুলিশের প্রতি বিদ্বেষ পোষণকারী অপরাধী চক্র দাঙ্গার সঙ্গে জড়িত—সুইডেনের পুলিশ


ইরানের রাজধানী তেহরানে সুইডিশ দূতাবাসের কাছে ১৮ এপ্রিল (২০২২) বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ডানপন্থী দলটির কোরআন পোড়ানোর পরিকল্পনার নিন্দা জানান।
ইরানের রাজধানী তেহরানে সুইডিশ দূতাবাসের কাছে ১৮ এপ্রিল (২০২২) বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ডানপন্থী দলটির কোরআন পোড়ানোর পরিকল্পনার নিন্দা জানান।

সুইডিশ পুলিশ সোমবার (১৮ এপ্রিল) বলেছে, নর্ডিক দেশটির বেশ কয়েকটি নগর ও শহরকে ঝাঁকুনি দেওয়া দাঙ্গার ঘটনা সমাজের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর এক অপরাধ এবং তারা সন্দেহ প্রকাশ করেছে যে, অপরাধী চক্রের সঙ্গে যুক্ত কিছুসংখ্যক বিক্ষোভকারী ইচ্ছাকৃতভাবে পুলিশকে লক্ষ্যবস্তু করেছে।

এক কোটি জনসংখ্যার দেশ সুইডেনে বৃহস্পতিবার থেকে অস্থিরতা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। সহিংসতায় কয়েকজন পুলিশ কর্মী এবং বিক্ষোভকারী আহত হয়েছেন। ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদানের সভা এবং দেশজুড়ে কোরআন পোড়ানোর পরিকল্পনা থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

সোমবার জাতীয় পুলিশ কমিশনার অ্যান্ডার্স থর্নবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা ধারণা করছি (দাঙ্গায়) জড়িতদের অপরাধী চক্রের সঙ্গে যোগসূত্র রয়েছে”। তিনি আরও যোগ করেন যে, এই “অপরাধী ব্যক্তিদের” কয়েকজনকে পুলিশ আগে থেকেই চেনে। “আমি এই ব্যক্তিদের শাস্তির জন্য সরকারি আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেছি”।

সুইডেনের জাতীয় পুলিশ কমান্ডার জোনাস হাইসিং সোমবার বলেছেন যে, দাঙ্গায় ২৬ পুলিশ কর্মকর্তা এবং বিক্ষোভকারীসহ অন্য ১৪ জন ব্যক্তি আহত হয়েছেন এবং ২০টি পুলিশ যানবাহন ক্ষতিগ্রস্থ হয়েছে।

সুইডেনের তৃতীয় বৃহত্তম শহর মালমোতে রবিবার রাতে সর্বশেষ দাঙ্গা শুরু হয়েছিল। এ সময় রোজেনগার্ড জেলায় অল্পবয়সীদের বিক্ষুব্ধ একটি দল গাড়ির টায়ার, ধ্বংসাবশেষ এবং আবর্জনার ক্যানে আগুন দেয়। বিক্ষোভকারীরা পাথর ছোড়ে এবং পুলিশ ভিড়ের মধ্যে কাঁদানে গ্যাস ছুড়ে জবাব দেয়। একটি স্কুল এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হলেও সোমবার ভোরে পরিস্থিতি শান্ত হয়।

মোট ১১ জনকে আটক করা হয়েছে এবং মালমোতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর কোনো আহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার থেকে মালমো ছাড়াও, স্টকহোম, কেন্দ্রীয় শহর ওরেব্রো, পূর্বাঞ্চলীয় শহর লিংকোপিং ও নরকোপিং এবং দক্ষিণের শহর ল্যান্ডসক্রোনাতে দাঙ্গা, বিশৃঙ্খলা ও সহিংস সংঘর্ষের খবর পাওয়া গেছে।

পুলিশ আত্মরক্ষার্থে অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছে, বলেছেন হাইসিং।

থর্নবার্গ ও হাইসিং, দুজনই জোর দিয়ে বলেন যে, দাঙ্গাকারীদের প্রধান লক্ষ্য ছিল সুইডিশ পুলিশ ও সমাজ। ডেনমার্কের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদান নয়। অনেক সুইডিশ পালুদানকে কেবল একজন উস্কানিদাতা হিসাবে দেখেন এবং তার স্ট্রাম কার্স (চরমপন্থী) দলটি একটি অভিবাসী বিরোধী এবং ইসলাম বিরোধী চেতনা ধারণ করে।

বিচারবিষয়ক মন্ত্রী মরগান জোহানসন সোমবার বলেছেন, বিশৃঙ্খলা সত্ত্বেও সুইডিশ পুলিশের ওপর তার দুর্দান্ত আস্থা রয়েছে এবং আইন প্রয়োগের জন্য আরও সংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রক রবিবার পালুদানের পরিকল্পিত কোরআন পোড়ানোর বিষয়ে সুইডেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বলেছে যে, এই ধরনের কার্যকলাপ মুসলিম বিশ্বের সঙ্গে সুইডেনের সম্পর্ককে মারাত্মকভাবে বিপন্ন করতে পারে।

পালুদানের পরিকল্পিত কোরআন পোড়ানোর প্রতিবাদে ইরানে সোমবার কয়েক ডজন শিক্ষার্থী সুইডেনের দূতাবাসে জড়ো হন। তারা স্লোগান দেন, “কোরআনের অবমাননাকারীদের বিচার করতে হবে”।

XS
SM
MD
LG