অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ধীরগতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ


হংকংয়ের একটি ব্যবসায়িক জেলায় বিভিন্ন দেশের মুদ্রা দিয়ে সজ্জিত একটি মানি এক্সচেঞ্জ দোকান ৷ ৬ আগস্ট, ২০১৯

আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ) মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির গতি হবে মন্থর।

সংস্থাটি এই বছর শতকরা ৩.৬ ভাগ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে, যা গত বছর শতকরা ৬.১ ভাগ ছিল। তবে এর আগে প্রাথমিকভাবে এ বছরের বৃদ্ধির পূর্বাভাস ছিল শতকরা ৪.৪ ভাগ।

আইএমএফ তাদের প্রতিবেদনে বলেছে, "যুদ্ধের অর্থনৈতিক প্রভাব দূর-দূরান্তে ছড়িয়ে পড়ছে।"

যুদ্ধটি নেতিবাচক অর্থনৈতিক প্রবণতাকে বাড়িয়ে তুলেছে যেমন বাণিজ্য ব্যাহত হয়েছে এবং জ্বালানি ও খাদ্যের মূল্য বৃদ্ধি ঘটেছে।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-অলিভিয়ের গৌরিঞ্চাস আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টের মুখবন্ধে লিখেছেন, “কয়েক সপ্তাহের মধ্যে, বিশ্ব আবারও একটি বড়, রূপান্তরমূলক ধাক্কার সম্মুখীন হয়েছে। মহামারী-প্ররোচিত বিশ্বব্যাপী অর্থনৈতিক পতনের পর আবারো যে সামান্য অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা দিয়েছিল, এই যুদ্ধের কারণে সেই প্রবৃদ্ধির অনেক অংশই চলে যাবে।”

আইএমএফ ভবিষ্যদ্বাণী করেছে যে রাশিয়ান অর্থনীতি এই বছর শতকরা ৮.৫ ভাগ সঙ্কুচিত হবে এবং ইউক্রেনের শতকরা ৩৫ ভাগ হ্রাস পাবে।

যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র, চীন এবং ইউরোপের অর্থনীতিও ধীরগতিতে বৃদ্ধি পাবে বলে মনে করা হয়েছিল।

[এই প্রতিবেদনে কিছু তথ্য এপি থেকে নেওয়া ]

XS
SM
MD
LG