অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা কলেজের পাশে বোমা বিস্ফোরণের পর আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি


ঢাকার নিউমার্কেট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশের রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ক্যাম্পাসের পাশে বুধবার (২০ এপ্রিল) বিকেলে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।

বুধবার বিকেল ৫টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে কলেজের সামনে দুটি বোমা বিস্ফোরণ ঘটালে পথচারী ও দোকানিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকাল মঙ্গলবারের ঘটনার পর নিউ মার্কেটের কোনো দোকান না খুললেও আশপাশের বিপণীবিতানগুলোর কিছু দোকান বুধবার খোলে। বিস্ফোরণের পর ওইসব দোকান বন্ধ এবং কিছু সময়ের জন্য ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, “ঘটনা জানতে পেরে আমরা সেখানে গিয়ে পুলিশ মোতায়েন করি এবং ঢাকা কলেজের শিক্ষকদের সহায়তায় ছাত্রদের ভেতরে পাঠানো হলে যান চলাচল স্বাভাবিক হয়”।

তিনি বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যাবসায়ীদের মধ্যে চলমান সমস্যা নিরসনে ব্যবসায়ী সমিতির নেতা ও ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে আলোচনা চলমান”। আজকের ভেতরেই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে নিউমার্কেটের ব্যাবসায়ীরা শান্তির প্রতীক হিসেবে মার্কেটের গেটে সাদা পতাকা উত্তোলন করেছেন।

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে পরদিন মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন করে সংঘর্ষ শুরু হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ দিন সাংবাদিক ও শিক্ষার্থীসহ ৩০ জনের বেশি মানুষ আহত হন। সংঘর্ষের সময় একটি কুরিয়ার সার্ভিসের আহত হওয়া ডেলিভারি ম্যান নাহিদ হোসেন নামে ২০ বছর বয়সী এক ব্যক্তি পরে মারা গেছেন।

XS
SM
MD
LG