বুধবার ইউক্রেন বলেছে, দেশটির অবরুদ্ধ শহর মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য রাশিয়ার সাথে একটি প্রাথমিক চুক্তি হয়েছে। রাশিয়া আবার সেখানে অবশিষ্ট ইউক্রেনীয় সৈন্যদের শহর পরিত্যাগ করার দাবি জানিয়েছে।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, মানবিক করিডোরের এ চুক্তি নারী, শিশু ও বয়ষ্কদের শহর ত্যাগের অনুমতি দেবে।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ডনবাস অঞ্চলে রাশিয়া তার সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি মারিউপোলের খবরটি আসে । বুধবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, রুশ বাহিনী ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করায় এ অঞ্চলে যুদ্ধ “তীব্রতর হচ্ছে”।
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল বুধবার কিয়েভে এক অঘোষিত সফরে গিয়েছেন।
কয়েক ঘন্টা আগে নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে প্রায় ১০০ মিস্ট্রাল এয়ার ডিফেন্স মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছে।
বাইডেন বলেছেন যে, নেটো মিত্ররা আগামী ছয় মাসের জন্য প্রতিদিন ২৪০ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদনে সম্মত হয়েছে। তিনি বলেন এ পদক্ষেপ “(রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির) পুতিনকে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও বিশ্বের মানুষের বিরুদ্ধে জ্বালানী শক্তিকে অস্ত্র হিসাবে ব্যবহার করার ক্ষমতা থেকে বঞ্চিত করতে সাহায্য করবে।“
অর্থোডক্স খ্রিস্টানরা তাদের পবিত্র সপ্তাহ পালনের উদ্দেশে যেন মিলিত হতে পারেন সেজন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার থেকে ইউক্রেনে চারদিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
বুধবার জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য থেকে জানা গেছে, ইউক্রেনের বাস্তুচ্যুত ৭০ লাখ মানুষ ছাড়াও দেশ ছেড়ে পালানো ইউক্রেনীয় শরণার্থীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে।