অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন বিষয়ে মোদীর সাথে আলোচনা করবেন বরিস জনসন


ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ভারতের আহমেদাবাদে গান্ধী আশ্রমে দর্শনার্থীর বইয়ে সই করছেন। (এপি)

বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ভারত সফরের সময় তিনি দু দেশের বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করতে চান এবং ভারতের প্রধানমন্ত্রীর সাথে তিনি ইউক্রেন পরিস্থিতি নিয়েও কথা বলবেন ।

দুদিনের এক সফরে বৃহস্পতিবার জনসন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে অবতরণ করেন, দেখান থেকে শুক্রবার তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন।

যুক্তরাজ্য ও ভারত প্রতিরক্ষা, পরিবেশ বান্ধব জ্বালানি এবং চাকরি সংক্রান্ত নতুন চুক্তি ঘোষণা করবে এবং একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন করবে যা এই বছরের শেষের দিকে স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে।

বাণিজ্য নিয়ে আলোচনা ছাড়াও বরিস জনসন ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় ভারতকে রাশিয়া থেকে দূরত্ব বজায় রাখতে উৎসাহিত করবেন বলে আশা করা হচ্ছে।

মোদি ইউক্রেনের পরিস্থিতিকে “খুবই উদ্বেগজনক” বলে অভিহিত করেছেন এবং উভয় পক্ষের কাছে শান্তির আবেদন জানিয়েছেন। ভারত ইউক্রেনে বেসামরিক হত্যার নিন্দা জানালেও এখন পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেনি। জাতিসংঘের সাধারণ পরিষদ এই মাসে মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়াকে স্থগিত করার জন্য ভোট দেয়ার সময়ও ভারত বিরত ছিল।

ইউক্রেন আক্রমণের প্রতিক্রিয়ায় রুশ তেল ও গ্যাস আমদানি কমানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যদের চাপের প্রতিও মোদী তেমন কোনো সাড়া দেননি।

ভারত রাশিয়ার কাছ থেকে তুলনামূলকভাবে কম তেল ক্রয় করে, কিন্তু মূল্য ছাড়ের কারণে সম্প্রতি ক্রয় বৃদ্ধি পেয়েছে। ভারত রুশ অস্ত্রেরও প্রধান ক্রেতা এবং সম্প্রতি ভারত রাশিয়ার উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে।

XS
SM
MD
LG