অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সফরে পোল্যান্ডের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা তুলে ধরা হয়


ওয়াশিংটনের পেন্টাগনে স্বাগত অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজানো সময় প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ডানে এবং বাঁয়ে দাঁড়িয়ে আছেন পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিয়াজ ব্লাজজ্যাক ২০ এপ্রিল, ২০২২
ওয়াশিংটনের পেন্টাগনে স্বাগত অনুষ্ঠানে জাতীয় সংগীত বাজানো সময় প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ডানে এবং বাঁয়ে দাঁড়িয়ে আছেন পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিয়াজ ব্লাজজ্যাক ২০ এপ্রিল, ২০২২

পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিয়াজ ব্লাজজ্যাক বুধবার ওয়াশিংটন সফরের সময় তার দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার উপর জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী তৃতীয় লয়েড জে অস্টিন, প্রতিরক্ষামন্ত্রী মারিয়াজ ব্লাজজ্যাককে স্বাগত জানান।

পেন্টাগনে এক বৈঠকে যুক্তরাষ্ট্রেরপ্রতিরক্ষামন্ত্রী অস্টিন ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তার দেয়ার জন্য পোল্যান্ডের প্রশংসা করে বলেন, তা কেবল “ইউক্রেনের সামরিক বাহিনীকে অত্যন্ত প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তাই প্রদান করেনি যাতে তারা সফলভাবে রাশিয়ান বাহিনীর আক্রমণের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে ।” তিনি বলেন, তারা ইউক্রেনকে “যুক্তরাষ্ট্র এবং অন্যান্য নেটো মিত্র এবং বিশ্বময় অংশীদারদের কাছ থেকে নিরাপত্তা সহায়তা প্রদানের ক্ষেত্রে একেবারে অপরিহার্য ভূমিকা পালন করছে।”

অস্টিন তার স্বাগত বক্তব্যে বলেন “সম্ভবত যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে পোলিশ জনগণ সহিংসতা থেকে পালিয়ে আসা লক্ষ লক্ষ ইউক্রেনীয়দের জন্য তাদের হৃদয় এবং তাদের বাড়িঘর খুলে দিয়েছে এবং আপনি অনুগ্রহের সাথে তা করেছেন”।

রাশিয়া দু’মাস আগে ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর ইউক্রেন থেকে পালিয়ে আসা প্রায় ৩০ লক্ষমানুষ পোল্যান্ডে প্রবেশ করেছে।

ব্লাজজ্যাক ওয়াশিংটনে বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের সক্রিয় প্রতিরক্ষা নীতি ও নেতৃত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে এবং পোল্যান্ড “আমেরিকার সেনাদের রাখতে পেরে গর্বিত” এবং “এই গতিময়তাবজায় রাখতে চায় ।” তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা শিল্প ও অর্থনৈতিক ক্ষেত্রেওফলপ্রসূ ভূমিকা রাখবে।

ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৫হাজারসেনা পোল্যান্ডে গিয়েছে যারা সেখানে অবস্থানরত ৫ হাজার সৈন্যের সঙ্গে যোগ দিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র জন এফ কার্বি ওয়াশিংটনে পোল্যান্ডের প্রতিনিধি দলের সফরের প্রাক্কালে ঘোষণা করেন যে ইউক্রেন "তাদের বিমান বহরের আকার বৃদ্ধি করতে” অতিরিক্ত যুদ্ধবিমান এবং যন্ত্রাংশ পেয়েছে। এই জেট বিমান এবং যন্ত্রাংশগুলি কীভাবে বিতরণ করা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

XS
SM
MD
LG