অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলে মুসলিম ও ইহুদি উভয়ের পবিত্র স্থানে ৩১ জন আহত


ফিলিস্তিনিরা জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভকারীদের সাথে ইসরাইলি পুলিশ সংঘর্ষে একটি গাছে ধরে যাওয়া আগুন নেভানোর কাজ করছে। এপ্রিল ২২, ২০২২, এ পি ফটো
ফিলিস্তিনিরা জেরুজালেমের ওল্ড সিটির আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভকারীদের সাথে ইসরাইলি পুলিশ সংঘর্ষে একটি গাছে ধরে যাওয়া আগুন নেভানোর কাজ করছে। এপ্রিল ২২, ২০২২, এ পি ফটো

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে,শুক্রবার ইহুদি ও মুসলিম উভয়ের জন্যই পবিত্র বলে বিবেচিত জেরুজালেম প্রাঙ্গণে সহিংসতায় ৩১ জন আহত হয়েছে যাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্মকর্তারা বলেছেন, আল-আকসা মসজিদ এলাকায় ফিলিস্তিনিরা ঢিল ছুঁড়তে শুরু করলে ইসরাইলি পুলিশ রাবার বুলেট ও স্টান গ্রেনেড নিয়ে হস্তক্ষেপ করে। এপি রিপোর্ট করেছে যে, পুলিশ “পুরোপুরি দাঙ্গার জন্য সজ্জিত” ছিল।

স্থানটি ইহুদিদের কাছে টেম্পেল মাউন্ট এবং মুসলিমদের কাছে পবিত্র মসজিদ হিসেবে পরিচিত। বরাবরের মতো রমজানের শেষ ১০ দিনের জন্য স্থানটিতে ইহুদিদের পরিদর্শন বন্ধ করা হয়েছে।

ওই স্থানে ইহুদিদের প্রার্থনা করা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়নি।

এ বছর মুসলিমদের রমজানের ছুটি ও ইহুদি পাসওভার এবং খ্রীস্টানদের বেশ কয়েকটি পবিত্র দিবস একই সময় পড়ায় বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ ওই স্থানে তীর্থযাত্রা করেছে।

জেরুজালেমে সহিংসতার সাম্প্রতিক বৃদ্ধি গত বছর সংঘটিত হামাস ও ইসরাইলের মধ্যকার ১১ দিনের সহিংসতার পুনরাবৃত্তির আশঙ্কা তৈরি করেছে।


XS
SM
MD
LG