অ্যাকসেসিবিলিটি লিংক

হাঁটুর ব্যথার কারণে শুক্রবারের কর্মসূচী বাদ দিলেন পোপ


ফাইলঃ পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে তার সাপ্তাহিক সাধারণ দর্শনার্থীদের সামনে হাঁটুতে হাত দিয়ে বসে আছেন ২’রা মার্চ ২০২২
ফাইলঃ পোপ ফ্রান্সিস ভ্যাটিকানে তার সাপ্তাহিক সাধারণ দর্শনার্থীদের সামনে হাঁটুতে হাত দিয়ে বসে আছেন ২’রা মার্চ ২০২২

ভ্যাটিকান জানিয়েছে, পোপ ফ্রান্সিসের হাঁটুর ব্যথা আবার বেড়ে যায় এবং চিকিৎসার প্রয়োজন দেখা দেয়। তাই পোপ ফ্রান্সিস শুক্রবার তার কর্মসূচী বাদ দিয়েছেন।

মুখপাত্র ম্যাটিও ব্রুনি সাংবাদিকদের বলেন, “চিকিৎসাজনিত পরীক্ষার কারণে আজ পোপ তার কার্যক্রম কিছুটা শ্লথ করেছেন।” আর এ কারণেই আজকের কার্যক্রম প্রায় ফাঁকা।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়েগো ক্যাফিরোর সঙ্গে নির্ধারিত একটি বৈঠক বাতিল করা হয়েছে।

৮৫ বছর বয়সী পোপ ফ্রান্সিসের ডান হাঁটুতে ব্যথার জন্য তিনি অ্যাশ ওয়েডনেসডে অনুষ্ঠানের সভাপতিত্ব করা থেকে বিরত থেকেছেন এবং ইস্টারের সপ্তাহান্তের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় কিছু অনুষ্ঠানে সভাপতিত্ব করা থেকেও তাকে বিরত রাখা হয়।

ইস্টার সানডেতে পোপ ফ্রান্সিস বসে তার ভাষণ দিয়েছেন।

সার্বিকভাবে পোপের স্বাস্থ্য ভালবলেই বিবেচনা করা হয় যদিও ২০১৩ সালে মলাশয় ফুলে যাওয়ার কারণে তাঁর একটি অস্ত্রোপচার হয়েছিল এবং তিনি পিঠের নীচে দিকে এবং পায়ের ব্যথায় অর্থাৎ সায়াটিকার ব্যথায় ভুগছেন বলে জানা গেছে।

এই মাসের শুরুতে, পোপ তাঁর হাঁটুর ব্যথাকে "কিছুটা বিরক্তিকর তবে তা ভাল হয়ে উঠছে,” বলে উল্লেখ করেছিলেন।

এই প্রতিবেদনে কিছু তথ্য নেয়া হয়েছে এফপি রয়টার্স থেকে

XS
SM
MD
LG