অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত


মো. সোহেল
মো. সোহেল

বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়ায় শুক্রবার (২২ এপ্রিল) প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩৬ বছর বয়সী এক যুবক নিহত ও তিনজন আহত হয়েছেন।

নিহত মো. সোহেল বুধপুরা গ্রামের মৃত আজাহার মিয়ার ছেলে ও কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহায় একটি গ্যাস পাম্পের ব্যবস্থাপক ছিলেন।

পুলিশ জানায়, রাত ১০টার দিকে বুধপুরা বাজারে সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তারাবির নামাজের পর প্রতিপক্ষ শরীফের সঙ্গে সোহেলের ভাই ও কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের কথা কাটাকাটি হয়।

পরে সোহেল তার লোকজন নিয়ে শরীফের কাছে তার চেয়ারম্যান ভাইয়ের সঙ্গে ঝগড়ার কারণ জানতে চায় এবং এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে শরীফ ও তার অনুসারীরা সোহেল এবং আরও তিনজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করে।

গুরুতর আহত সোহেল ও তার লোকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন—সাজ্জাদ (২০), সাদ্দাম (৩০) ও জয়নাল (৩৪)। তারা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

XS
SM
MD
LG